ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে দুর্ভোগ

আইনজীবীদের আদালত বর্জন অব্যাহত

প্রকাশিত: ০৪:১৪, ৭ জানুয়ারি ২০১৬

আইনজীবীদের আদালত বর্জন অব্যাহত

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৬ জানুয়ারি ॥ লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির বঙ্গবন্ধুর নামে সস্প্রসারিত নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে চতুর্থ দিনের মতো আইনজীবীদের আদালত বর্জন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা শত শত বিচারপ্রার্থী পড়েছেন চরম দুর্ভোগে। বুধবার দুপুরে আদালত চত্বরে জেলা ও দায়রা জজ আকতার হোসেন ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মহিদুজ্জামানের কুশপুতুল নিয়ে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিন করে আদালত প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তোজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সমাবেশে তারা তিন বিচারকের বদলি দাবি করেন। উল্লেখ্য, আইনজীবী সমিতির সম্প্রসারিত নতুন ভবন নির্মাণের কাজ শুরু করেছিল আইনজীবী সমিতি। উক্ত সম্পত্তি নিজেদের দাবি করে কাজ শুরু করে তারা। পাঠ্যবই নিতে টাকা বাগেরহাটে প্রধান শিক্ষক বরখাস্ত স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় উপজেলায় সরকারের বিনামূল্যে দেয়া পাঠ্যবই পেতে ছাত্রছাত্রীদের টাকা দিতে হয়েছে এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় বাঁধাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিমা আক্তারকে বুধবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শরণখোলা উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদনটি বুধবার হাতে পেয়েই তৎক্ষণাত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেন। একই সাথে তাকে কেন সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হবে না তা জানতে চেয়ে ওই শিক্ষককে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। দুর্নীতির প্রতিবাদ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ দুগ্ধ উৎপাদনকারী সমবায়ীদের হয়রানি ও মিল্কভিটার সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবাদে তালায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার তালা উপজেলা পরিষদ চত্বরে তালা এবং ডুমুরিয়া দুগ্ধ সমবায় সমিতির সদস্যবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করে। এতে দাবি করা হয়, তারা তাদের দুধের ন্যায্যমূল্য পাচ্ছে না। এ বিষয়ে তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। ২৯৮ বাড়িতে বিদ্যুত সংযোগ নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ৬ জানুয়ারি ॥ মূলগ্রাম ও কোমরপোল গ্রামের ২৯৮ বাড়িতে নতুন বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। বুধবার দুপুরে কোমরপোল গ্রামের রিশিপাড়ায় রাইস মিল চত্বরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক সুইস টিপে এই বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন। সালাহউদ্দিন আল বিতারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এইচএম আমির হোসেন, এসএম রুহুল আমিন, মশিয়ার রহমান দফাদার, তাজ উদ্দিন, নূরুজ্জামান।
×