ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে শিবির পুলিশ ধাওয়া পাল্টাধাওয়া

প্রকাশিত: ০৪:১৩, ৭ জানুয়ারি ২০১৬

রাজশাহীতে শিবির পুলিশ ধাওয়া পাল্টাধাওয়া

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর তালাইমারী এলাকায় মিছিলের প্রস্তুতিকালে শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার দুপুরে এ ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের শীর্ষ নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ^বিদ্যালয় সংলগ্ন তালাইমারী ট্রাফিক মোড় এলাকায় শিবিরকর্মীরা একত্রিত হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ গিয়ে শিবিরকর্মীদের ছত্রভঙ্গ করতে ৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পরে কয়েক দফা ধাওয়া পাল্টাধাওয়ার পর শিবিরকর্মীরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ফরিদপুরে জামায়াতের ঝটিকা মিছিলে জনতার ধাওয়া নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর থেকে জানান, মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা ৭১-এর আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল থাকায় ফরিদপুর শহরে জামায়াত মিছিলের চেষ্টা করলে জনতা ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। এ সময় পুলিশ জনতার সাহায্যে জাহিদ হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে। বুধবার দুপুরে শহরের নিউমার্কেটের এক নম্বর ফটকের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিউমার্কেটের প্রধান ফটকের সামনে থেকে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে। জামায়াত নেতাকর্মীরা দুই-তিনবার সেøাগান দিয়ে সামনের দিকে এগুতে চেষ্টা করে। এ সময় উপস্থিত জনতা ও আওয়ামী লীগের সমর্থকরা মিছিলে ইট-পাটকেল নিয়ে ধাওয়া করে। ফলে জামায়াতের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে মিছিলের উদ্যোগ ভ-ুল হয়ে যায়। ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) গাফফার হোসেন জানান, প্রাথমিক তদন্তে জাহিদ হোসেন জামায়াতের সমর্থক বলে জানা গেছে। তার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পরে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। দিনাজপুরে শিশু মিমি হত্যাকারীদের ফাঁসি দাবিতে সমাবেশ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে অপহরণের পর হত্যার শিকার শিশু মাহফুজা আক্তার মিমির খুনীদের ফাঁসির দাবিতে বুধবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দিনাজপুর শহরের ডায়াবেটিক হাসপাতাল মোড়ের সামনের সড়কে ৮ বছরের শিশু মাহফুজা আক্তার মিমির হত্যাকারীদের বিচার বিভাগীয় তদন্ত ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করে ইসলামী রিচার্স সেন্টার মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকাবাসী। পরে এক প্রতিবাদ সমাবেশে খুনীদের ফাঁসি দাবি করে বক্তব্য রাখেন আবু তৈয়ব দুলাল, শাহীন সুলতানা বিউটি, মিমির বাবা মাহবুবুর রহমান, মা শিউলি বেগম, এলাকাবাসী শহিদুল ইসলাম, মমিনুল, আফরোজা বিন মুক্তা, ইদি আমিন, শেখ আজবির, আহমেদ ম-ল প্রমুখ। উল্লেখ্য, ২৭ ডিসেম্বর বাড়ির সামনে খেলার সময় শিশু মাহফুজা আক্তার মিমিকে অপহরণ করে হত্যা করা হয়।
×