ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে কলেজ ও বাজারে হামলা ॥ আহত তিন

প্রকাশিত: ০৪:১৩, ৭ জানুয়ারি ২০১৬

বাগেরহাটে কলেজ ও বাজারে হামলা ॥ আহত তিন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় ড. মাসুম বিল্লাহ্ ডিএন কারিগরি কলেজের কার্যালয় এবং পাহলানবাড়ি বাজারের দুই দোকানে হামলা, লটুপাট ও মোটরসাইকেল ভাংচুর করেছে নামধারী যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় কতিপয় কর্মী। এ সময় কলেজের ৪-৫টি কম্পিউটার এবং জানালার থাই গ্লাস ভাংচুর ও কম্পিউটার সামগ্রী লুট হয়। ঘটনার সময় কলেজে উপস্থিত দুই শতাধিক ছাত্রছাত্রী ভীতসন্ত্রস্ত হয়ে ক্যাম্পাস থেকে দিগি¦দিক ছুটে পালিয়ে যায়। এ ঘটনায় আহত তিনজনকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে প্রেমঘটিত বিষয় নিয়ে সংঘর্ষের জের ধরে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কলেজ গবর্নিংবডির সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান জানান, মাসখানেক প্রেমঘটিত একটি বিষয়ের জের ধরে মঙ্গলবার দুপুরে উপজেলার ছুটুখাঁর বাজার এলাকায় মারধরে আহত হয় আল আমিন নামে এক ছাত্রকে। এ ঘটনার জের ধরে বুধবার সকাল ১০টার দিকে প্রতিবাদ মিছিল বের করার উদ্দেশ্যে যুবলীগ নেতা বাপ্পি এবং ছাত্রলীগ কর্মী শেখর, রুবেল ও মাসুদের নেতৃত্বে ৪০-৪২ কর্মী এসে প্রথমে ২য় বর্ষের ছাত্র আবু তৈয়বকে মিছিলে নামতে চাপ প্রয়োগ করে। এতে অপরাগতা প্রকাশ করায় তাকে মারধর করা হয়। পরে উত্তেজিত হয়ে তারা কলেজের অফিসের ৪-৫টি কম্পিউটার এবং জানালার থাই গ্লাস ভাংচুর ও মালামাল নিয়ে যায়। সাতক্ষীরায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জেলায় শিমুল (২২) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার কুশখালী ইউনিয়নের শিকড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিমুল ওই গ্রামের আব্দুল হাকিমের সন্তান। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, শিমুলকে রাতে শ্বাসরোধ করে শিকড়ী গ্রামের একটি রাস্তার ওপর ফেলে রাখা হয়। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিমুলের ভাই আক্তার হোসেন সদর থানায় সেলিম নামে তৃতীয় লিঙ্গের অপর এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে এজাহার দাখিল করেছেন। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে এলাকায় গিয়ে বাচ্চা নাচানোর টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে এ হত্যাকা-ের ঘটনা ঘটতে পারে। গাইবান্ধায় আহত ব্যক্তির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা থেকে জানান, সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে জমির সীমানা খুঁটি বসানোকে কেন্দ্র করে মারধরের ঘটনায় আহত রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি বুধবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। শনিবার প্রতিপক্ষ দছিজল হক ও অন্যদের মারধরে রফিকুল আহত হন। রফিকুল ইসলাম কৃষ্ণপুর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, রফিকুল ইসলাম নিজের জমিতে পানের চাষাবাদ (পানের বরজ) করে জীবিকা করে আসছিলেন। ওই পানের বরজের জমির সীমানা নিয়ে প্রতিবেশি দছিজল হক, নাজমুল হুদা ও ফারুক হোসেনদের সঙ্গে তার বিরোধ চলছিল। সম্প্রতি দছিজল হক ও অন্যরা রফিকুলের জমির সীমনায় একটি খুঁটি বসায়।
×