ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রংপুরের দুই স্কাউট কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা

প্রকাশিত: ০৪:১৩, ৭ জানুয়ারি ২০১৬

রংপুরের দুই স্কাউট কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ রংপুরের দুই স্কাউট কর্মকর্তা ও কলেজ শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ঢাকা থেকে আসা এক স্কাউট শিক্ষিকা আদালতে মামলা করেছেন। আদালত বাদীর জবানবন্দী গ্রহণ শেষে মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন। জানা যায়, রংপুর স্কাউট ভবনের কর্মকর্তা লিয়াকত হোসেন এক সময় ঢাকাতেই কর্মরত ছিলেন। সেখানে থাকাকালে ওই শিক্ষিকার সঙ্গে সখ্য গড়ে ওঠে। কিছুদিন আগে লিয়াকত বদলি হয়ে রংপুরে আসেন এবং এখানে আসার পর তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে বাংলাদেশ স্কাউটস রংপুর জেলার সাধারণ সম্পাদক ও কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক ফারুকুজ্জামান এলাহী ওরফে এলাহী ফারুকের। পূর্ব সম্পর্কের জের ধরে লিয়াকত হোসেন গত ৩ অক্টোবর ওই স্কাউট শিক্ষিকাকে ঢাকা থেকে কৌশলে রংপুরে নিয়ে আসেন। ৪ অক্টোবর স্কাউট ভবনে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং কাজীকে ডেকে আনার কথা বলে তিনি এবং অপর কর্মকর্তা কলেজিয়েট স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক এলাহী ফারুক মিলে ওই স্কাউট শিক্ষিকাকে ধর্ষণ করে। ধর্ষণের পুরো এ ঘটনাটি মোবাইলে ধারণ করেন এলাহী ফারুক। এরপরও লিয়াকত তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে বিষয়টিকে চাপা দিয়ে রাখে। পরবর্তীতে ওই শিক্ষিকা বিয়ের জন্য পীড়াপীড়ি করলে তাকে মোবাইলে ধারণ করা ভিডিও প্রকাশ করে দেয়ার ভয় দেখানো হয়। এভাবেই তারা পার করে দুই মাস। বুধবার বাধ্য হয়ে তিনি রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে এই এজাহার দাখিল করেন। বিজ্ঞ বিচারক (জেলা জজ) কেজি মোস্তফা বাদীর জবানবন্দী গ্রহণ করে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে তদন্তের দায়িত্ব দেন। বিশ্ব জাকের মঞ্জিলের ওরস ১৩ ফেব্রুয়ারি শুরু স্টাফ রিপোর্টার ॥ বিশ্বওলী হযরত শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরীর বিশ্ব ওরস শরীফ ২০১৬ আগামী ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি চার দিনব্যাপী ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে অনুষ্ঠিত হবে। জাকের পার্টির সর্বোচ্চ নেতা পীরজাদা আলহাজ খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদীর নির্দেশে পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী এ তারিখ ঘোষণা করেন। সে সময় জাকের পার্টির দুই কো-চেয়ারম্যান খাজা সাইফুল ইসলাম জামী মুজাদ্দেদী এবং খাজা সায়েম আমীর ফয়সল সামী মুজাদ্দেদী উপস্থিত ছিলেন। জাকের পার্টির চেয়ারম্যান বলেন, বিশ্বব্যাপী মানবিক সঙ্কটের প্রেক্ষাপটে এ মিলনমেলা বিশ্বব্যাপী শান্তি, ঐক্য ও ভ্রাতৃত্বের মর্মবাণী ছড়াবে। তিনি শান্তিকামী মানুষকে এই ওরস শরীফে সমবেত হওয়ার আহবান জানান।
×