ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে যুদ্ধাপরাধীর গায়েবানা জানাজা প্রতিহতের ঘোষণা

প্রকাশিত: ০৪:১২, ৭ জানুয়ারি ২০১৬

চট্টগ্রামে যুদ্ধাপরাধীর গায়েবানা জানাজা প্রতিহতের ঘোষণা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম কলেজ প্যারেড মাঠে যুদ্ধাপরাধীদের গায়েবানা জানাজা প্রতিহত করার ঘোষণা দিয়েছে কলেজ ছাত্রলীগ। একাত্তরে গণহত্যা ও ধর্ষণের দায়ে যুদ্ধাপরাধী আলবদর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার ঘোষণায় ছাত্রলীগ নেতাকর্মীরা কলেজে আনন্দ মিছিল বের করে। মিছিলপরবর্তী সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ কলেজ মাঠে আর কোন যুদ্ধাপরাধীর গায়েবানা জানাজা হতে দেবে না বলে ঘোষণা দেন। আলবদর বাহিনীর সুপ্রীম কমান্ডার যুদ্ধাপরাধী এই রাজাকারের রায় বহাল রাখায় সন্তুষ্টি প্রকাশ করেছে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ। রায় ঘোষণার পর গণজাগরণের নেতাকর্মীরা নগরীর চেরাগী পাহাড় মোড়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান বলেন, একাত্তরের ঘাতক আলবদর বাহিনীর সুপ্রীম কমান্ডার রাজাকার মতিউর নিজামীর ফাঁসির রায় বহাল রাখায় আমরা সন্তুষ্ট। খুব দ্রুত যেন এ রাজাকারের ফাঁসি কার্যকর করা হয় সেই দাবি জানায়। ছাত্রলীগের এই নেতা আরও জানান, আমরা চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি কলেজের প্যারেড মাঠে আর কোন যুদ্ধাপরাধীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হতে দেব না। কেউ আয়োজনের চেষ্টা করলে আমরা সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করব। এতে যদি কোন হতাহতের ঘটনা ঘটে তার জন্যে কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসন দায়ী থাকবে। এর আগে রায় ঘোষণার পরপরই ছাত্রলীগ নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের মাঝে মিষ্টি বিতরণ করে। গণজাগরণ মঞ্চের আহ্বায়ক চন্দন দাশ বলেন, নিজামীর রায়ের মধ্য দিয়ে জাতির কলঙ্ক আরও একধাপ মোচন হয়েছে। একাত্তরের সকল যুদ্ধাপরাধীর বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করা হোক। গণজাগরণ মঞ্চ এ দাবিতে আন্দোলন করে আসছে। একজন যুদ্ধাপরাধী বেঁচে থাকা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আন্দোলন চালিয়ে যাব। নিজামীর রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন শহীদজায়া বেগম মুশতারি শফী। তিনি জানান, এ রায়ে আমাদের দীর্ঘদিনের চাওয়া পূরণ হয়েছে। তবে এতে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। আমরা সকল যুদ্ধাপরাধীর বিচার এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। তিনি যুদ্ধাপরাধীদের দোসর জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।
×