ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কালীগঞ্জে শিশু সৌরভ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:১১, ৭ জানুয়ারি ২০১৬

কালীগঞ্জে শিশু সৌরভ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৬ জানুয়ারি ॥ কালীগঞ্জে শিশু সৌরভ দাস হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, কালো পতাকা মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে রায় গ্রামবাসী। বুধবার সকালে কালীগঞ্জ শহরের মেন বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল শহর ঘুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করে। রায় গ্রামবাসীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ কর্মসূচীতে অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তারা হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর কালীগঞ্জের রায় গ্রামের বলাই দাসের ৫ বছরের শিশুপুত্র সৌরভ দাসকে অপহরণ করে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। তিন শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৬ জানুয়ারি ॥ পীরগঞ্জে বিএনপি-জামায়াত ও জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছে। পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের ঈদগাঁও মাঠ সংলগ্ন এলাকায় বুধবার তাদের বরণ করে নেন আ’লীগের নেতারা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমপি সেলিনা জাহান লিটা, সাবেক এমপি ও জেলা আ’লীগের সহ-সভাপতি এমদাদুল হক উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও নবনির্বাচিত মেয়র কসিরুল আলম, যুগ্ম সম্পাদক গোলাম রব্বানি, সাংগঠনিক সম্পাদক রেজুয়ানুল হক বিপ্লবসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অস্ত্রসহ প্যানেল মেয়র আটক স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মহানগর বিএনপির সহসভাপতি ও বরিশাল সিটি কর্পোরেশনের এক নম্বর প্যানেল মেয়র কেএম শহীদুল্লাহকে মঙ্গলবার গভীর রাতে অস্ত্র ও গুলিসহ আটক করে থানায় সোপর্দ করেছে র‌্যাব সদস্যরা। একই সাথে র‌্যাব-৮ এর ডিএডি সিকদার আশরাফুর রহমান বাদী হয়ে প্যানেল মেয়রের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, রাত দেড়টার দিকে শহীদুল্লাকে থানায় সোপর্দ করার পর মামলা দায়ের করা হয়। এর আগে রাত পৌনে ১১টার দিকে নগরীর আলেকান্দা এলাকার নিজ বাসা থেকে তাকে (শহীদুল্লাহ) আটক করে র‌্যাব সদস্যরা। এসময় নিচ তলার তার অস্থায়ী কার্যালয়ে তল্লাশী চালিয়ে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মুন্সীগঞ্জে পিস্তল উদ্ধার ॥ আটক দুই স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ শহরের মুক্তারপুরের পুরাতন ফেরিঘাট এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হচ্ছে রুবেল এবং তার সহযোগী জসিম। মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি দল মুক্তারপুরের গোসাইবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘা উপজেলার আড়ানী রেল স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে বাঘার আড়ানী রেলস্টেশন থেকে ২০০ গজ পূর্বে এ ঘটনা ঘটে। দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করেছে ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বাঘার আড়ানী রেল স্টেশনের ওয়েম্যান আবু হায়দার জাহান জানান, সকাল সাড়ে সাতটার দিকে আড়ানী রেল স্টেশনের পূর্বদিকে এক ব্যক্তির কাপড় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। অজ্ঞাত ওই বৃদ্ধের গায়ের রং ফর্সা। উচ্চতা পাঁচফুট লম্বা, মুখে সাদা দাড়ি, পরনে সাদা পাঞ্জাবি।
×