ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাম্বিয়ায় ‘কর্মস্থলে নারীদের খোলাচুল’ নিষিদ্ধ

প্রকাশিত: ০৪:০৫, ৭ জানুয়ারি ২০১৬

গাম্বিয়ায় ‘কর্মস্থলে নারীদের খোলাচুল’ নিষিদ্ধ

নব্য ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হওয়া গাম্বিয়ায় সরকারী চাকরিজীবী নারীদের কর্মস্থলে চুল খোলা রাখা নিষিদ্ধ ঘোষণা করেছে। ফাঁস হয়ে যাওয়া সরকারী নতুন এই নির্দেশনাটি স্থানীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়। খবর বিবিসির। লিখিত ওই নির্দেশনায় বলা হয়েছে, নারীদের উচিত চুল সুন্দর করে বেঁধে হেড টাই ব্যবহার করা। তবে এ ব্যাপারে কোন কারণ নির্দেশনায় উল্লেখ করা হয়নি। ৪ জানুয়ারির তারিখ দেয়া ওই নির্দেশনাটি দেশটির সরকারবিরোধী বলে পরিচিত ফ্রিডম এবং জোলোফ নিউজ সংবাদপত্রে প্রকাশিত হয়। এতে বলা হয়, সরকারী মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় চাকরিরত নারীদের কর্মস্থলে চুল খোলা না রাখার এ নির্বাহী আদেশ জারি করা হয়েছে এবং সবাইকে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। গত মাসে গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জাম্মে পশ্চিম আফ্রিকার এ দেশটিকে ‘ইসলামী প্রজাতন্ত্র’ ঘোষণা করেন। তখন তিনি বলেছিলেন, দেশে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হলেও নতুন কোন পোশাক আইন ঘোষণা করা হবে না এবং অন্য ধর্মের অনুসারীরা তাদের ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করতে পারবেন। স্যামসংয়ের স্মার্ট ওয়াচ গিয়ার এস টু ব্র্যান্ডের হাত ঘড়ি লাসভেগাসে সর্ববৃহৎ প্রযুক্তি পণ্য মেলা সিইএসে আনছে টেক জায়ান্ট স্যামসাং। এ্যাপলের সফটওয়ার ব্যবহার করায় ঘড়িটি আইফোন হিসেবে ব্যবহার করা যাবে। তবে এতে আরও অপশন থাকবে। মঙ্গলবার স্থানীয় মান্ডালয় কনভেনশন সেন্টারে ঘড়িটি প্রথম প্রদর্শিত হয়। এর দাম ধরা হয়েছে ৩ শ’ ডলার। -এএফপি পেরুর নারীদের ব্যতিক্রমী প্রতিবাদ ১৯৯০-এর দশকে পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির কঠোর শাসনামলে পরিবার পরিকল্পনা কর্মসূচী বাস্তবায়ন করতে ৩ লাখ নারী পুরুষকে বাধ্যতামূলকভাবে বন্ধ্যা ও নির্বীর্য করা হয়েছিল। একটি অধিকার প্রকল্পের সহায়তায় এ রকম কিছু নারী তাদের দুঃখের কাহিনী শোনান। রাজধানী লিমায় এ্যার্টনি জেনারেলের কার্যালয়ের কাছে কিছু নারী তাদের শরীরে রং করে ‘ফুজিমোরি সরকার ২,০৭৪ নারী সম্মতি ছাড়াই বন্ধ্যা করেছে’ লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করেন। মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতা অপব্যবহারের দায়ে ফুজিমোরি এখন জেল খাটছেন।-নিউইয়র্ক টাইমস
×