ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তালেবানবিরোধী অভিযান

আফগানিস্তানে এক মার্কিন সৈন্য নিহত

প্রকাশিত: ০৪:০৪, ৭ জানুয়ারি ২০১৬

আফগানিস্তানে এক মার্কিন সৈন্য নিহত

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে এক চলমান লড়াইয়ে এক মার্কিন সৈন্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুইজন। এ প্রদেশে আফগান সৈন্যরা তালেবান বিদ্রোহীদের হটিয়ে দিতে অভিযান চালাচ্ছে। পেন্টাগন এ কথা বলেছে। খবর এএফপির। পেন্টাগনের তথ্যসচিব পিটার কুক বলেন, সৈন্যরা মারজাহয়ে আফগান বিশেষ বাহিনীর সঙ্গে একটি অভিযান পরিচালনাকালে মঙ্গলবার এ হামলার শিকার হন। তিনি বলেন, মারজাহয়ের চারপাশে এখনও লড়াই চলছে। হামলার পর দুটি এইচ এইচ-সিক্সটি প্রেভ হক মেডিক্যাল উদ্ধার হেলিকপ্টার আকাশে কোনভাবে উড়তে থাকে। একটি হেলিকপ্টার গুলি খাওয়ার পর বিমানঘাঁটিতে নিরাপদে ফিরে আসে। দ্বিতীয় হেলিকপ্টারটি অবতরণ করলেও এর রোটর ব্লেড ক্ষতিগ্রস্ত হয়। অবতরণের সময় এক দেয়ালের সঙ্গে বিমানটি আঘাতপ্রাপ্ত হয়। কুক বলেন, আফগানিস্তানে কিছু বিপজ্জনক এলাকা রয়েছে যেখানে লড়াই এখনও চলছে। হেলমান্দ প্রদেশ এ বিপজ্জনক এলাকাগুলোর অন্যতম। তিনি বলেন, এটা চলমান লড়াই। আফগান সৈন্যরা তালেবান বিদ্রোহীদের হটানোর জন্য বর্তমানে লড়াই করছে। এ তালেবান বিদ্রোহীরা দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে প্রধান আফিমসমৃদ্ধ সানজিন অঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করেছে। এক তালেবান সূত্র এএফপিকে বলেছে, বিদ্রোহীরা হেলিকপ্টারকে গুলি করে ভূপাতিত করেছে এবং সকল আরোহী নিহত হয়েছেন। তালেবান রণাঙ্গনের দাবিকে নিয়মিত অতিরঞ্জিত করে আসছে। তারা অতীতে তাদের ক্ষুদ্র অস্ত্রের গুলিতে কয়েকটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে বলে দাবি করেছে। ভূগর্ভস্থ দ্বিতীয় ক্ষেপণাস্ত্র ডিপোর ভিডিও প্রকাশ ইরানের ভূগর্ভে অবস্থিত আরেকটি ক্ষেপণাস্ত্র ডিপোর ভিডিও প্রকাশ করেছে ইরানের ইসলামী রেভ্যুলশনারি গার্ড বাহিনী (আইআরজিসি)। দেশটির পার্লামেন্ট স্পীকার ড. আলী লারিজানি মঙ্গলবার এ ডিপোর পরিদর্শন উপলক্ষে ভিডিওটি প্রকাশ করে আইআরজিসির এ্যারোস্পেস ডিভিশন। ভিডিওতে দেখা গেছে, এ ডিপোতে এমাদ ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে। এ ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২০১০ সালের একটি প্রস্তাবের লঙ্ঘন। তাসনিম নিউজ এজেন্সি ও রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, এই ভূগর্ভস্থ অস্ত্রাগারটি পাহাড়ের মধ্যে অবস্থিত। গত অক্টোবরে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ডিপোর ভিডিও প্রকাশ করার পর নতুন এই ডিপোর এক মিনিটের ভিডিওটি প্রকাশ করা হলো। সে সময় আইআরজিসির এক কমান্ডার বলেছিলেন, এরকম শত শত ভূগর্ভস্থ টানেল রয়েছে এ বাহিনীর নিয়ন্ত্রণে। লারিজানি আইআরজিসির ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শনের সময় এই বাহিনীর সক্ষমতার প্রশংসা করে বলেন, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় ক্ষেপণাস্ত্র নির্মাণের কাজে গতি আনার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ দেবে ইরানের পার্লামেন্ট। -ইয়াহু নিউজ
×