ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর সংকল্প বিরোধী জোটের

প্রকাশিত: ০৪:০৪, ৭ জানুয়ারি ২০১৬

মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর সংকল্প বিরোধী জোটের

ভেনিজুয়েলার সরকারবিরোধী এমইউইডি জোট আইনসভাতে সরকারের ১৭ বছরের আধিপত্য ভেঙ্গে দিয়েছে। জোটের প্রত্যাশিত দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ আসন পেতে সাময়িকভাবে ব্যর্থ হলেও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে হটানোর সংকল্প ব্যক্ত করেছে। খবর এএফপির। মঙ্গলবার ন্যাশনাল এ্যাসেম্বলির ১৬৭ সদস্যের মধ্যে ১৬৩ জন শপথ গস্খহণ করবে। নির্বাচনে কারচুপির অভিযোগে মামলা থাকায় চারজনের সদস্যপদ স্থগিত রাখা হয়। তাদের মধ্যে ৪ জন বিরোধী জোটের এবং ১ জন সরকারপন্থী। এমইউডি ৬ ডিসেম্বরের নির্বাচনে আইনসভায় ১১২টি আসন লাভ করেছিল। এ্যাসেম্বলির নয়া স্পীকার ও বিরোধীদলীয় সদস্য হেনরি রামোস অলাপ বলেন, তার দল শীঘ্রই মাদুরোকে ক্ষমতা ছাড়তে বাধ্য করার পদক্ষেপ নেবে। তিনি বলেন, এখানেও এখন থেকে অবস্থার পরিবর্তন ঘটবে। স্পীকার বলেন, ছয় মাসের মধ্যে এ প্রক্রিয়া নির্ধারণ করা হবে। তিনজন সদস্য আপাতত না থাকলেও বিরোধী জোটের তিন-পঞ্চমাংশ সংখ্যাগরিষ্ঠতা থাকবে। এর ফলে জোট বেশি কেবিনেট মন্ত্রীদের তাদের পদ থেকে সরাতে পারবে। কিন্তু এতে মাদুরোর বিরোধীরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার বলে ভোগ করতে পারত এমন কিছু কিছু ক্ষমতা থেকে অন্তত সাময়িকভাবে বঞ্চিত হবে। ক্যালিফোর্নিয়ায় ঝড়ের প্রভাবে প্রবল বর্ষণ, বন্যা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে মঙ্গলবার মৌসুমের প্রথম বড় ধরনের এল নিনো ঝড় আঘাত হেনেছে। ঝড়ের প্রভাবে খরা কবলিত অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে কোন কোন এলাকায় বন্যা দেখা দিয়েছে এবং ভূমিধসের সৃষ্টি হয়েছে। জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, লস এ্যাঞ্জেলেস বিমানবন্দরে ১.৪২ ইঞ্চি (৩.৬ সেন্টিমিটার) বৃষ্টিপাত হয়েছে। এটা ১৯৭৯ সালের রেকর্ড ভেঙ্গে ফেলেছে। ওই বছর ১.৩২ ইঞ্চি (৩.৪ সেন্টিমিটার) বৃষ্টিপাত হয়। রাজ্যের অন্যান্য অংশেও ভারী বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গেছে এবং আকস্মিক বন্যার ব্যাপারে সতর্ক করা হয়েছে। উপদ্রুত এলাকাগুলোয় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। খবর এএফপির।
×