ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বে শোবিজ থেকে যুক্তরাষ্ট্রের পরই সর্বোচ্চ আয় বেজিংয়ের

চীনের কর্পোরেট গ্রুপ কিনে নিচ্ছে মার্কিন ফিল্ম স্টুডিও

প্রকাশিত: ০৪:০৪, ৭ জানুয়ারি ২০১৬

চীনের কর্পোরেট গ্রুপ কিনে নিচ্ছে মার্কিন ফিল্ম স্টুডিও

চীনের কর্পোরেট গ্রুপ দালিয়ান ওয়ান্দা যুক্তরাষ্ট্রের নির্মাতা স্টুডিও লিজেন্ডারি এন্টারটেনমেন্ট কিনে নেয়ার কথা চিন্তা করছে। মঙ্গলবার নিউইয়র্ক টাইমস ও ফিনান্সিয়াল টাইমস এ বিষয়ে খবর দিয়েছে। এর মধ্য দিয়ে চীনা শিল্পপতিদের প্রভাব বলয় হলিউড পর্যন্ত বিস্তৃত হতে চলেছে বলে ধারণা পাওয়া যায়। কর্পোরেট গ্রুপ দালিয়ান ওয়ান্দার ব্যবসা মূলত মিডিয়া ও রিয়েল এস্টেটের মধ্যে সীমাবদ্ধ ছিল। চীনের সেরা ধনী ওয়াং জিয়ানলিন কোম্পানিটির কর্ণধার। কর্পোরেট গ্রুপটির দৃষ্টি এখন চলচ্চিত্র শিল্পের দিকে। গড়জিলা ও প্যাসিফিক রিমের মতো ব্লকব্লাস্টার ছবি নির্মাতা প্রতিষ্ঠান লিজেন্ডারি এন্টারটেনমেন্ট কিনে নিতে চাইছে। এ বিষয়ে পত্রিকায় খবর প্রকাশিত হলেও দালিয়ানের পরিচালনা পরিষদের কেউ কোন মন্তব্য করেননি। লিজেন্ডারি এন্টারটেনমেন্টের মূল্য আনুমানিক ৩ থেকে ৪ শ’ কোটি ডলার। শো-বিজনেস থেকে বিশ্বে এখন যুক্তরাষ্ট্রের পরই সর্বোচ্চ আয় করছে চীন। এ তথ্য দিয়েছে মোশন পিকচার্স এ্যাসোসিয়েশন। লেনদেন চূড়ান্ত হতে এখনও অনেক বাকি। তবে লিজেন্ডারির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী টমাস টুল বলেছেন, তার টিমের সবাইকে রাখা না হলে এ রকম কোন লেনদেনে যেতে তিনি রাজি নন। ওয়াংয়ের লক্ষ্য লিজেন্ডারির ৫০ শতাংশের বেশি শেয়ার কিনে নেয়া। মার্কিন সিনেমা চেইন এএমসি কর্পোরেশনকে ২৬০ কোটি ডলারে কিনে নেয়ার মাধ্যমে ২০১২ সালে ওয়াং প্রথম আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে এসেছিলেন। ২ শ’ বেশি মল, শপিং কমপ্লেক্স, বিলাসবহুল হোটেল এবং দেশটির সর্ববৃহৎ সিনেমা চেইন রয়েছে দালিয়ান ওয়ান্দার মালিকানায়। কমিউনিস্ট রেড আর্মির ক্যাপ্টেনের সন্তান ওয়াং ব্যবসায় নামার আগে নিজেও ছিলেন একজন সৈনিক। তিনি ১৯৮০-এর দশকের মাঝামঝি সময়ে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। সেনাবহিনীর নিয়ম-কানুন মেনেই তিনি ওই ব্যবসা শুরু করেছিলেন। ব্লুমবার্গের তথ্য মতে ওয়াং এখন বিশ্বের ১৩তম ধনী। তার মোট সম্পত্তির পরিমাণ ৩ হাজার ৩৯০ কোটি ডলার। জাপানের সফটব্যাংক কর্পোরেশনেরও কোম্পনিটির বিশাল অংকের বিনিয়োগ রয়েছে। ওয়ান্দা গ্রুপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শ্যালকের শেয়ার রয়েছে, অক্টোবরে এমন খবর প্রকাশিত হলে সরকারের উচ্চ মহলে ওয়াংয়ের প্রভাব খাটানোর গুজব ছড়িয়েছিল। -গার্ডিয়ান
×