ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেয়রদ্বয়ের প্রতি অনুরোধ

প্রকাশিত: ০৩:৫৫, ৭ জানুয়ারি ২০১৬

মেয়রদ্বয়ের প্রতি অনুরোধ

বিনু মাহ্বুবা চোখে চশমা মায়াবী হাসির অপি করিম কথা বলছিল। পাশে আর ক’জন বন্ধু। মুগ্ধ হয়ে শুনছিলাম। নাটকের শুটিংস্পটে বসে আছি। প্রচ-বেগে ঝড়ের শব্দ। সেকি! শীতকালে এমন ঝড় আসার কথা নয় তো...। সবকিছু কেমন দুলে উঠছে। নৌকায় বসলে ঢেউয়ের পর ঢেউ এলে যেমন, ঠিক তেমন! এতক্ষণ স্বপ্ন দেখেছিলাম। ঠিক এমন সময় প্রলয়-তালে ঝাঁকুনিতে ভেঙ্গে গেল স্বপ্ন, বাস্তবে ফিরে এলাম, কয়েক সেকেন্ডে বুঝে গেলাম এ ভূমিকম্প। ক’দিনের পায়ের ব্যথা কিছু মনে নেই। চিৎকার করে ছেলেমেয়েকে বললাম সবাই নিচে চলো...। সময় খুব কাছে চলে এসেছে গুছিয়ে নেয়ার। সদর দরজার পাশে কোথাও জরুরী কিছু জিনিস গুছিয়ে রেখে দিতে হবে। যদি ইট-কাঠের বহুতল স্থাপনায় চাপা না পড়ে ভূমিকম্প থেকে বেঁচে যাই, জীবনের প্রয়োজন মেটাতে হবে তো! ভারতের মনিপুরে উৎপত্তি ভূমিকম্পের আর তাতে ৩৫৩ কিলোমিটার দূরে ঢাকার সময় ভোর ৫টা ৯ মিনিটে রিখটার স্কেলের ৬.৭ মাত্রার ভূমিকম্পে যে অনুভূতি হলো তা ভয়ঙ্কর। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা কতটুকু প্রস্তুত এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তা নিয়ে সন্দেহ এসেই যায়। এসে যায় এ কারণে রাজধানীর ভবনধসের অভিজ্ঞতা থেকে। এনটিভিতে আগুন লেগেছিল, সে সময় দেখেছি অসহায় মানুষের আর্তনাদ। এ রকম আরও কিছু অভিজ্ঞতা হয়েছে আমাদের। আমাদের মেয়রদ্বয়ের প্রতি অনুরোধ করব ভূমিকম্প মোকাবেলায় পদক্ষেপ নিতে। বেশি করে প্রচারমাধ্যমে সচেতনতামূলক সেøাগান প্রচারের ব্যবস্থা নিতে। সবাই সচেতন থাকি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যার যার সাধ্যমতো। উত্তরা, ঢাকা থেকে
×