ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন কিছুর অপেক্ষায়...

প্রকাশিত: ০৩:৫৩, ৭ জানুয়ারি ২০১৬

নতুন কিছুর অপেক্ষায়...

আপসা নাসরিন ঊর্মি পুরনো বছরের ধুলো মিটতে না মিটতেই নতুন বছরের ধুলো এসে জমা হয়। নতুনত্বের আমেজে মজেও আমরা পুরনো স্মৃতিকে মনের এক কোনে লালন করি। নতুন বছর, নতুন কিছু এই ভাবনা থেকে সবকিছু আবার নতুন করেই শুরু করি। নতুন বছরে শুরু হয় আমাদের নতুন করে পথচলা। আমরা অনেকেই নতুন বছরে নতুন পোশাক পরি। কিন্তু পথের পাশেই যে শিশুরা পুরনো বছরের মতো নতুন বছরেও ছেঁড়া কাপড়ে শীতের পোশাক ছাড়া করুণ নয়নে আমাদের দিকে তাকিয়ে থাকে, তা আমরা লক্ষ্য করি না। তাদের নেই কোন নতুন বছর, নেই কোন আনন্দ। প্রতিটি বছরই তাদের কাছে একরকম। এদের জীবনে নতুন বছর কোন পরিবর্তন নিয়ে আসতে পারে না। তাই নতুন বছরের জন্য কোন উল্লাস তাদের নেই। অথচ এদের দুঃখ-কষ্টগুলো আমাদের অনেকেরই চোখে পড়ে না। দৃষ্টি থাকে নতুন বছর উদ্যাপনের দিকে। আমাদের সমাজ এমন অসংখ্য বিষয় আছে যা আমাদের দৃষ্টিগোচর হয় না অথবা আমরা তা ইচ্ছে করেই এড়িয়ে যাই, কিন্তু আমরা এটা ভুলে যাই কিছু বিষয় এড়িয়ে যাওয়া যায় না, কারণ এর সঙ্গে আমাদের বাস্তবতা জড়িয়ে আছে। আমরা নতুন করে যাই শুরু করি না কেন তা পুরনোতে এসেই থেমে যায়। এই পথশিশুরা এর আগের বছরও এভাবেই ছেঁড়া কাপড়ে, অভুক্ত থেকে দ্বারে দ্বারে ঘুরেছে, তাদের দিকে কেউই মুখ তুলে তাকায়নি, শীতের পোশাক না পেয়ে তাদের কচি হাত-পাগুলো প্রচ- ঠা-ায় কেঁপেছে। তবুও নতুনত্বের সঙ্গে নতুন বছরে তাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। তবে কিভাবে নতুন বছরে সবকিছুই নতুন করে শুরু করা হয়! এদের মন্দভাগ্য আগেও ছিল এখনও আছে এবং যা নিয়মানুসারে চলেই আসছে। আমরাও এই সমাজের মানুষ। ন্যায়নীতি দায়িত্ববোধের মধ্য দিয়ে আমাদের সবার পাশে দাঁড়ানো উচিত। সমাজ সেদিনই বদলাবে যেদিন গরিব-ধনীর বিভেদ ভুলে আমরা এক হয়ে দাঁড়াব, সেদিন এক নতুন যুগের সূচনা হবে, যেখানে সবাই সবার জন্য বাঁচবে। স্বার্থপরতাকে ভুলে গিয়ে পরোপকারী হবে, কিন্তু তার আগে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। এই শিশুদের মুখে হাসি ফোটাতে হবে। আমরা বর্ষবরণের জন্য যে অপচয়গুলো করি তা নিয়ে এদের মৌলিক অধিকারগুলো রক্ষা করা যায়। আসলে একটি নতুন বছর তখনই ভাল করে উদ্যাপন করা হয় যখন পুরনো বছরের সব জঞ্জাল, দুঃখ-কষ্টকে পেছনে ফেলে আমরা সামনে এগিয়ে যাই ভাল কিছুর জন্য। তাই নতুন বছরকে পালন যদি করতেই হয় ভাল কিছুর মাধ্যমে করা উচিত। শুধু নাচ, গান, আতশবাজি উল্লাসের মধ্য দিয়ে তা সম্ভব নয়। এই শিশুগুলোর জন্য কিছু করে নতুন বছরকে স্বাগত জানানো যায়। নতুন বছরে এমনই নতুন কিছুর অপেক্ষায়। হবিগঞ্জ থেকে
×