ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আশায় বসতি

প্রকাশিত: ০৩:৫৩, ৭ জানুয়ারি ২০১৬

আশায় বসতি

মোঃ ওসমান গনি পুরনোকে বিদায় আর নতুনকে বরণ করে নেয়ার মধ্য দিয়ে প্রতিবছর সারা বিশ্বে নববর্ষকে বরণ করে নেয়া হয়। কিন্তু প্রত্যাশা আর প্রাপ্তিযোগ হয় না। সারা বছর জনস্বার্থে হাজারো পরিকল্পনা, প্রকল্প নির্ধারণ এবং বাজেট প্রণয়ন হয়। তার ভিত্তিপ্রস্তুর উদ্বোধনও হয়, কিন্তু শতভাগ বাস্তবায়নের আগেই থমকে পড়ে কাজ। আবার নতুন বছরে নতুন পরিকল্পনার সঙ্গে যুক্ত হয় সেই প্রকল্প। তাতে সময় এবং ব্যয় দ্বিগুণ হয়ে যায়। ফলে জনদুর্ভোগ ওঠে চরমে। জাতির দুর্ভাগ্য যে, যাদের আন্তরিকতা ও তত্ত্বাবধানে এই সকল উন্নয়নমূলক কর্ম শেষ হয়ে আলোর মুখ দেখবে, তাদের অনেক সময় খুঁজেই পাওয়া যায় না। সাধারণ মানুষের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হলে ও তাদের চারপাশ ঘিরে থাকে সন্ত্রাসী, চাঁদাবাজ আর দখলবাজরা। জনগণ তাদের সুখ-দুঃখের কথা সমস্যা সমাধানের জন্য সংসদে পাঠায় অথচ তাদের অনুপস্থিতির কারণে কোরাম পূর্ণ হয় না। সংসদ অধিবেশনবিহীন সময়ে তাদের থাকার কথা নিজ নিজ নির্বাচিত এলাকার জনগণের পাশে ঠিক তখনই তারা কারণে-অকারণে থাকে সপরিবারে বিদেশে অথবা কোন প্রমোদ ভ্রমণে। তাদের সাক্ষাত পাওয়া দূরের কথা টিকিটিরও নাগাল পাওয়া যায় না। তার পরও জনগণ নতুন আশায় বুক বেঁধে পরবর্তী নির্বাচনে ভোট কেন্দ্রে যায় তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়া আর এভাবেই চলছে যুগ যুগ ধরে। তবে এবারের নববর্ষে আমরা নতুন কিছু আশা করতেই পারি। স্বাধীনতার ৪৪ বছর অনেক ঘাত প্রতিঘাত, বাধাবিঘœ ও আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও- ক্ষমতায় যাওয়া এবং থাকার লড়াই, জঙ্গীবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদের আস্ফালন স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের দাপট দেশকে অস্থিতিশীল করতে দেশী-বিদেশী শক্তিধরদের গভীর ষড়যন্ত্র-চক্রান্ত চলার পরও দেশের বর্তমান নেতৃত্বের দূরদর্শিতা, বিচক্ষণতা এবং আন্তরিকতার ফলে দেশ এগিয়ে যাচ্ছে। অতীতের যা কিছু ভাল তা থেকে শিক্ষা নিয়ে, যা কিছু খারাপ তা বর্জন করে আমাদের দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে। মানবতাকে স্বীকৃতি দিয়ে ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ মন্ত্রে দীক্ষা নিয়ে সমাজ-সংসার এবং দেশের সর্বস্তরে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আগামী প্রজন্মের স্বার্থে উন্নত সমৃদ্ধ আত্মমর্যাদাশীল জাতি হিসেবে এ দেশকে গড়ে তুলতেই হবে। যেখানে থাকবে না হানাহানি, মারামারী, দুর্নীতি, অন্যায়, অনিয়ম, অত্যাচার ও অবিচার। সরকার আসবে সরকার যাবে দেশ থাকবে সবার। আমরা সকলে সকলের তরে। আজকে নববর্ষের শপথ হোক- নতুন বছরের প্রত্যেকটি দিন হোক নতুন। কল-কারখানায় উৎপাদন চলুক অবিরাম। শিক্ষা পাঠক্রম হোক নিয়মিত। নতুন নতুন কর্মসংস্থানে সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর হোক। বিদ্যুত, গ্যাস ও পানির সরবরাহ হোক নিরবচ্ছিন্ন। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম থাক স্থিতিশীল। রাজনীতি হোক ভিন্নমতের প্রতি শ্রদ্ধাপূর্ণ। তবেই দেশবাসী পাবে সোনার বাংলা আর সুখের দিন। বছরের প্রথম দিনের মতো আনন্দময়। কেরানীগঞ্জ, ঢাকা থেকে
×