ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তামাক চাষ ও ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৮:৪৯, ৬ জানুয়ারি ২০১৬

তামাক চাষ ও ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত ॥ তথ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তামাক পণ্য বিপননে কোম্পানির কূটকৌশল নিলে ও আইন ভঙ্গ করলে এক্ষেত্রে সরকার জিরো টলারেন্স। এ বিষয়ে ব্যবস্থা নিতে কোন কর্মকর্তা গাফিলতি করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও ছাড় দেয়া হবে না। তিনি বলেন, জনগণকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাতে হলে তামাক চাষ ও এর ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত। এক্ষেত্রে মাঠ পর্যায় থেকে দাবি তুলে ধরা প্রয়োজন। মঙ্গলবার ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের অধীনে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক এক কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর সিরডাপ মিলনায়নে তথ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। ক্যাম্পেইন ফর ফ্রি কিডস (সিটিএফকে) ও এনভায়রনমেন্ট কাউন্সিল বাংলাদেশ (ইসি)-এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় কৌশলে টিভি নাটকে ধূমপান প্রচার বিষয়ে সাম্প্রতিক একটি গবেষণা উপস্থাপন করেন ইসি বাংলাদেশের প্রকল্প সমন্বয়ক ফারহানা হক অভি এবং তামাক পণ্য প্রচারে কোম্পানিগুলোর কূটকৌশল বিষয়ে উপস্থাপন করেন প্রজ্ঞার সমন্বয়ক হাসান শাহরিয়ার। এতে সভাপতিত্ব করেন তথ্য সচিব মরতুজা আহমেদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসি বাংলাদেশের চেয়ারম্যান এম আজিজুর রহমান ও নির্বাহী পরিচালক আলিফ সিকদার, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) শাহজাদী আনজুমান আরা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের।
×