ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকারের শর্ত পূরণ না করে বেসরকারী বিশ্ববিদ্যালয় চলতে পারবে না ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৮:৪৬, ৬ জানুয়ারি ২০১৬

সরকারের শর্ত পূরণ না করে বেসরকারী বিশ্ববিদ্যালয় চলতে পারবে না ॥ শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ সরকারের বেঁধে দেয়া শর্ত পূরণ না করে বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো চলতে পারবে না বলে সতর্ক করে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উত্তরা ইউনিভার্সিটির সমাবর্তনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এই সমাবর্তনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের তিন হাজার শিক্ষার্থীর হাতে স্নাতক সনদ তুলে দেয়া হয়। সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বক্তব্য রাখেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আজিজুর রহমান, বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ বদরুল ইকবাল, উপ-উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা প্রমুখ। শিক্ষামন্ত্রী বলেন, দেশে কিছু বেসরকারী বিশ্ববিদ্যালয় এখনও তাদের ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি। এসব বেসরকারী বিশ্ববিদ্যালয় এভাবে বেশি দিন চলতে পারবে না। বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর ও রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সমাবর্তন বক্তব্যে শিক্ষামন্ত্রী জানান, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা পাবলিক বিশ্ববিদ্যালয়ের থেকে প্রায় এক লাখ বেশি। অনেক বেসরকারী বিশ্ববিদ্যালয় মান বৃদ্ধি করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এক হাজার ৬৩০ বিদেশী বাংলাদেশের বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ছে। সরকারী- বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সরকার কোন পার্থক্য করে না। দেশের বাস্তবতা ও জনগণের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফি একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখতে বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। সমাবর্তন বক্তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চশিক্ষা বিস্তারের পাশাপাশি গবেষণা ও জ্ঞান সৃষ্টিতে নিয়োজিত হওয়ার আহ্বান জানান।
×