ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৬.১০

প্রকাশিত: ০৮:৩৩, ৬ জানুয়ারি ২০১৬

ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৬.১০

অর্থনৈতিক রিপোর্টার ॥ ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ১০ শতাংশে, যা তার আগের মাসে ছিল ছয় দশমিক শূন্য পাঁচ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে পাঁচ দশমিক ৪৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল পাঁচ দশমিক ৭২ শতাংশ। খাদ্য বর্হিভূতপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে সাত দশমিক শূন্য পাঁচ শতাংশে, যা তার আগের মাসে ছিল ছয় দশমিক ৫৬ শতাংশ। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সচিব কানিজ ফাতেমা এনডিসি। এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ডিসেম্বর মাসে অনেক অকেশন (উৎসব) ছিল। ফলে মানুষ কেনাকাটা বেশি করেছে এবং বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছে, ফলে খাদ্য বর্হিভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়েছে। কিন্তু সেটা খুব বেশি নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে পামওয়েলের দাম কিছু বেড়েছে। কিন্তু তার প্রভাব এখনও দেশের বাজারে পড়েছি। তবে আগামীতে পড়লেও পড়তে পারে। সে বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, গ্রামে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে পাঁচ দশমিক ৫৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল পাঁচ দশমিক ৬১ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে চার দশমিক ৭৬ শতাংশে, যা তার আগের মাসে ছিল পাঁচ শতাংশ। খাদ্য বর্হিভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাড়িয়েছে সাত দশমিক দশ শতাংশে, যা তার আগের মাসে ছিল ছয় দশমিক ৭৬ শতাংশ। অন্যদিকে শহরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বেড়ে দাঁড়িয়েছে সাত দশমিক শূন্য সাত শতাংশ, যা তার আগের মাসে ছিল ছয় দশমিক ৮৮ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে সাত দশমিক ১৪ শতাংশে, যা তার আগের মাসে ছিল সাত দশমিক ৪২ শতাংশ। খাদ্য বর্হিভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ছয় দশমিক ৯৮ শতাংশ, যা তার আগের মাসে ছিল ছয় দশমিক ২৯ শতাংশ। পরিসংখ্যান ব্যুরো বলছে পরিধেয় বস্ত্রাদি, বিদ্যুত ও জ্বালানি, বাড়ি ভাড়া, আসবাবপত্র ও গৃহস্থালী, চিকিৎসা সেবা, পরিবহন এবং শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধির কারণে ডিসেম্বর মাসে অক্টোবর মাসের তুলনায় মূল্যস্ফীতি বেড়েছে।
×