ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশী কূটনীতিক মৌসুমীকে পাল্টা ফেরত নিতে বলল পাকিস্তান

প্রকাশিত: ০৮:১৩, ৬ জানুয়ারি ২০১৬

বাংলাদেশী কূটনীতিক মৌসুমীকে পাল্টা ফেরত নিতে বলল পাকিস্তান

কূটনৈতিক রিপোর্টার ॥ ঢাকার পাকিস্তান হাইকমিশনের কূটনীতিক ফারিনা আরশাদকে প্রত্যাহারের প্রতিবাদে পাল্টা ব্যবস্থা হিসেবে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের কূটনীতিক মৌসুমী রহমানকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সোহরাব হোসেনকে ডেকে নিয়ে এই দাবি জানায় দেশটি। সে অনুয়ায়ী মৌসুমী রহমানকে আজ বুধবার ঢাকায় ফিরিয়ে আনা হতে পারে। ঢাকা ও ইসলামাবাদের কূটনৈতিক সূত্র এসব তথ্য জানায়। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব মঙ্গলবার সন্ধ্যায় ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সোহরাব হোসেনকে ডেকে কূটনীতিক মৌসুমী রহমানকে প্রত্যাহারের দাবি জানান। তবে কেন মৌসুমী রহমানকে প্রত্যাহার করতে হবে সে বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়নি। সূত্র জানায়, গত ২৩ ডিসেম্বর ঢাকা থেকে পাকিস্তান হাইকমিশনের দ্বিতীয় সচিব ফারিনা আরশাদকে জঙ্গী অর্থায়নে সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট অভিযোগে প্রত্যাহার করে নেয় পাকিস্তান সরকার। এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তানকে মৌখিকভাবে ফারিনা আরশাদকে প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। পাকিস্তান সরকার পাল্টা ব্যবস্থা হিসেবে এবার বাংলাদেশী কূটনীতিক মৌসুমী রহমানকে প্রত্যাহারের কথা জানান। তবে ফারিনা আরশাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে জঙ্গী অর্থায়নের অভিযোগ থাকলেও মৌসুমীর বিরুদ্ধে কোন অভিযোগ দাঁড় করাতে পারেনি পাকিস্তান সরকার। পাল্টা ব্যবস্থা হিসেবে অযাচিতভাবে পাকিস্তান এই কাজটি করেছে। পাকিস্তান সরকার থেকে মৌসুমী রহমানকে প্রত্যাহারের কথা মঙ্গলবারই ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন হাইকমিশনার সোহরাব হোসেন। সে অনুযায়ী আজ বুধবার পাকিস্তান থেকে মৌসুমী রহমানকে ঢাকায় ফিরিয়ে আনা হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মৌসুমী রহমানকে ঢাকায় না এনে পর্তুগালের বাংলাদেশ মিশনে পাঠানোর জন্যও আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। ঢাকা থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে পাকিস্তান থেকেই তাকে পর্তুগালে পাঠানো হতে পারে। আর তা না হলে আজ বুধবারই তাকে ঢাকায় ফিরিয়ে আনা হবে। পরে ঢাকা থেকে পর্তুগাল পাঠানো হবে। ইসলামাবাদে বাংলাদেশ মিশনের কনস্যুলার (রাজনৈতিক) পদে কর্মরত রয়েছেন মৌসুমী রহমান। তিনি নবেম্বরের শেষ ও ডিসেম্বরের শুরুতে দুই সপ্তাহ ইসলামাবাদে ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্বও পালন করেন। তখন পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে দুই দফা তলবও করে। এদিকে হইকমিশনার সোহরাব হোসেন ছুটি শেষে ইসলামাবাদ ফিরে গেছেন। শীঘ্রই তিনি বিদায় নিয়ে দেশে ফিরে আসবেন। আগামী জুলাই মাসে তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হলেও সরকার আগেই সোহরাব হোসেনকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে।
×