ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকারী কলেজের শিক্ষকদের কর্মবিরতি শেষ

প্রকাশিত: ০৮:০২, ৬ জানুয়ারি ২০১৬

সরকারী কলেজের শিক্ষকদের কর্মবিরতি শেষ

স্টাফ রিপোর্টার ॥ বেতনবৈষম্য নিরসন, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবিতে দুই দিনের কর্মবিরতি শেষে আজ থেকে যথারীতি ক্লাসে ফিরছেন সরকারী কলেজের শিক্ষকরা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকা সোম ও মঙ্গলবারের পূর্ণদিবস কর্মবিরতিতে অনেকটাই অচল ছিল দেশের ৩০৮ সরকারী কলেজসহ সংশ্লিষ্ট্ শিক্ষা বোর্ড ও অধিদফতর। শিক্ষকরা ঘোষণা দিয়েছেন, দাবি বাস্তবায়ন না হলে আগামী ২২ জানুয়ারি সমিতির বৈঠক থেকে বৃহত্তর কর্মসূচী দেয়া হবে। এর আগে ২২ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে ৩১ ডিসেম্বরের মধ্যে বেতনবৈষম্য নিরসন, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের জন্য সরকারকে চূড়ান্ত সময় বেঁধে দিয়েছিলেন সংগঠনটির নেতারা। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ৪ ও ৫ জানুয়ারি পূর্ণদিবস কর্মবিরতিরও ঘোষণা দেয়া হয়েছিল সংবাদ সম্মেলন থেকে। সেই ঘোষণা অনুযয়ী গত দুদিন কর্মবিরতি পালন করেন সকল সরকারী কলেজ, সরকারী আলিয়া মাদ্রাসা, টিচার্স ট্রেনিং কলেজ, কমার্শিয়াল ইনস্টিটিউট ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মরত ১৫ হাজার ২৮৯ বিসিএস শিক্ষক ও কর্মকর্তা। পূর্ণদিবস কর্মবিরতি সম্পর্কে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, আনঅফিসিয়ালি শুনেছি আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য একটি কোর কমিটি গঠন করা হয়েছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের এ বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অবস্থানে হতাশা ব্যক্ত করে তিনি বলেন, শিক্ষামন্ত্রী এ সমস্যা সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছেন। অর্থ মন্ত্রণালয় যদি এগিয়ে না আসে তাহলে কিছু করার নেই। পরবর্তী আন্দোলন প্রসঙ্গে মহাসচিব বলেন, বুধবার থেকে আমাদের শিক্ষাকার্যক্রম আগের মতোই চলবে। ২২ জানুয়ারি আমাদের পরবর্তী সাধারণ সভা আছে। এর মধ্যে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমরা ওই দিন পরবর্তী কর্মসূচী ঘোষণা করব।
×