ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাহমুদা সুবর্ণা

স্বরূপে ফিরতে মরিয়া রাদওয়ানস্কা

প্রকাশিত: ০৫:৪৬, ৬ জানুয়ারি ২০১৬

স্বরূপে ফিরতে মরিয়া রাদওয়ানস্কা

গত মৌসুমের শুরুতে নিষ্প্রভ ছিলেন তিনি। কিন্তু শেষের দিকে এসেই যেন স্বরূপে ফিরেন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। দুটি ডব্লিউটিএ শিরোপা ছাড়াও ডব্লিউটিএ ফাইনালস জিতেন তিনি। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা নতুন মৌসুমেও প্রদর্শন করতে চান পোল্যান্ডের এই টেনিস তারকা। শুধু তাই নয়, এ মৌসুমে গ্র্যান্ডসøাম জয়েরও স্বপ্ন দেখছেন তিনি। তার পেছনে যুক্তিও দেখিয়েছেন ২৬ বছর বয়সী রাদওয়ানস্কা বলেন, ‘আপনি বছরটা কিভাবে শুরু করলেন তা খুব গুরুত্বপুর্ণ নয় বরং শেষ করেছেন কিভাবে সেটাই অধিকতর গুরুতপূর্ণ। বিশেষ করে ডব্লিউটিএ ফাইনালস জয়ের পর থেকেই আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের জন্য আপনাকে অবশ্যই বেশকিছু সেরা খেলোয়াড়দের হারাতে হবে। যেটা আমি ডব্লিউটিএ ফাইনালসে করতে পেরেছি। যা আমার জন্য ভাল দিক। সেখান থেকে অনুপ্রেরণা নিয়েই নতুন মৌসুমটা শুরু করব আমি।’ গত মৌসুমে ২১টি ম্যাচ খেলেছেন রাদওয়ানস্কা। তার ১৭টিতেই জয়ের স্বাদ পেয়েছেন তিনি। আর এই সময়ে শিরোপা জিতেছেন টোকিও, টিয়ানজিন এবং ডব্লিউটিএ ফাইনালস। এবার শুরু করবেন শেনজেন ওপেন দিয়ে। চীনের এই টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন তিনি। তবে ভাল করার প্রতয় তার কণ্ঠে। এ প্রসঙ্গে রাদওয়ানস্কা বলেন, ‘এখানে এবারই প্রথমবারের মতো খেলতে এসেছি। আর যে কোন টুর্নামেন্টেই প্রথমবারের মতো খেলাটা দারুণ রোমাঞ্চকর এক ব্যাপার। প্রতি বছরের সূচীই প্রায় একই রকমের। তাই প্রথমবারের মতো কোন টুর্নামেন্টে খেলতে পারার আনন্দটা আমার সবসময়ই। কারণ এখান থেকে ভিন্ন কিছু পাওয়া যায়।’ আর চীন শহর সম্পর্কে তার অভিমতটাও জানিয়েছেন তিনি, ‘এখন পর্যন্ত এই শহর আমি ঘুরে দেখিনি। তার আগে নিজেকে এখানকার আবহাওয়া এবং পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছি। কিন্তু পরবর্তীতে শহরের অনেক কিছুই দেখার ইচ্ছে আছে। এখানে আসার আগেই শুনেছি যে শপিং করার জন্য বেশ ভাল ভাল জায়গা রয়েছে।’ আর কোর্ট দেখে মুগ্ধ পোলিশ তারকা। এ বিষয়ে তিনি বলেন, ‘এখানকার কোর্টগুলো খুবই ভাল। অসংখ্য কোর্ট রয়েছে। যা আপনাকে খুবই স্বস্তি দিবে। যখনই চান কোর্টে গিয়ে নিজেকে প্রস্তুত করতে পারবেন। তাছাড়া আরেকটি গুরুত্বপুর্ণ দিক হলো এখানে ইনডোর কোর্টও রয়েছে। যখন আপনার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে তখন ইনডোরে গিয়ে অনুশীলন করতে পারবেন।’ শেনজেনে রাদওয়ানস্কার প্রথম রাউন্ডের প্রতিপক্ষ আলেকসান্দ্রা ক্রুনিক। প্রতিপক্ষ সম্পর্কে তিনি বলেন, ‘এটা খুব সহজ হবে না। কারণ তার বিপক্ষে আমি আগে কখনই খেলিনি, যা সব সময়ই চ্যালেঞ্জিং। তবে আমি তার বেশ কিছু ম্যাচ দেখেছি। সে আসলেই খুব ভাল টেনিস খেলে। তাই এটা বলার অপেক্ষা রাখে না যে, তার বিপক্ষে কোর্টে লড়াই করাটা যে কারও জন্যই সহজ হবে না। ’ এ মাসের শেষেই শুরু হবে মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। তার আগে নিজেকে প্রস্তুত করার জন্য বেশ কিছু ম্যাচ খেলাটা যে খুব গুরুত্বপুর্ণ তা অকপটেই স্বীকার করছেন রাদওয়ানস্কা। এ বিষয়ে তার অভিমত জানাতে গিয়ে পোলিশ তারকা বলেন, ‘টেনিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হলো গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট। সকল খেলোয়াড়রাই চায় এখানে তাদের সেরাটা ঢেলে দিতে। গ্র্যান্ডসøামের আগে প্রস্তুতির জন্য তাই কিছু ম্যাচ খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন সেদিকেই বেশি দৃষ্টি রাখছি।’ অস্ট্রেলিয়ান ওপেনের আগে টেনিস তারকাদের প্রস্তুতির মঞ্চ হিসেবে বেশ কয়েকটি টুর্নামেন্টের আয়োজন করে থাকেন কর্তৃপক্ষ। সেগুলো হলো ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট, যেখানে খেলছেন শারাপোভ-আজারেঙ্কার মতো খেলোয়াড়রা। হপম্যানে কাপে খেলার কথা ছিল সেরেনা উইলিয়ামসের। এছাড়া সিডনি এবং হোবার্ট ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টেও অন্যান্য খেলোয়াড়রা কোর্টে নামবেন অস্ট্রেলিয়ান ওপেনের জন্য প্রস্তুত করতে। অস্ট্রেলিয়ান ওপেনের আগের দুই সপ্তাহে অস্ট্রেলিয়া ছাড়াও অকল্যান্ড এবং নিউজিল্যান্ডেও ভিন্ন ভিন্ন কিছু টেনিস টুর্নামেন্টের আয়োজন করবে। যেখানে পুরুষ এবং প্রমীলা টেনিস খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। সেগুলো হলো দোহা, কাতার, ইন্ডিয়া এবং চেন্নাই ওপেন। এটা জানিয়ে রাখা ভাল যে, গত অর্ধযুগেরও বেশি সময় ধরে টেনিস বিশ্বের পাদপ্রদীপের আলোয় অবস্থান এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কার। মহিলা এককে সতেরোটি ডব্লিউটিএ শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। কিন্তু গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে সবসময়ই নিষ্প্রভ পারফর্মেন্স প্রদর্শন করেছেন। কিন্তু কখনই পিছু হাটেননি। বর্তমানে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের পঞ্চমস্থানে অবস্থান করছেন রাদওয়ানস্কা। ২০১২ সালে প্রথমবারের মতো কোন গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন তিনি। কিন্তু সেবার আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার। তবে সে বছরই টেনিস র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠেছিলেন রাদওয়ানস্কা। যা এখন পর্যন্ত তার ক্যারিয়ার সেরা। তবে নতুন মৌসুমে নতুন উদ্যমে শুরু করার পণ করেছেন ‘দ্য প্রফেসর’ খ্যাত এই টেনিস তারকা। পারবেন কী তার হারানো স্থান পুনরুদ্ধার করতে? পাবেন কী এখন পর্যন্ত জিততে না পারা স্বপ্নের গ্র্যান্ডসøামের ছোঁয়া? তার ভক্ত-অনুরাগীদের এটাই এখন দেখার অপেক্ষা।
×