ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৩২৩ বলে নটআউট ১০০৯ রান, ১২৯ চার ও ৫৯ ছক্কা

ভারতীয় স্কুলছাত্রের বিশ্বরেকর্ড

প্রকাশিত: ০৫:৩৭, ৬ জানুয়ারি ২০১৬

ভারতীয় স্কুলছাত্রের বিশ্বরেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ রূপকথা কিংবা দিবাস্বপ্ন মনে হতে পারে। কিন্তু ঘটনা সত্য। এক ইনিংসে এক হাজার রান, তাও আবার অপরাজিত থাকা তো অবিশ্বাস্যই। কিন্তু অভূতপূর্ব আশ্চর্যজনক ঘটনারই জন্ম দিয়েছেন প্রণব ধানওয়াড়ে। ১৫ বছর বয়সী এ স্কুলছাত্র মুম্বাই ক্রিকেট এ্যাসোসিয়েশনের আন্তঃস্কুল টুর্নামেন্ট এইচটি ভা-ারি কাপে ৩২৩ বলে অপরাজিত ১০০৯ রান করেছেন রেকসি গান্ধী স্কুলের পক্ষে। ১২৯ চার ও ৫৯ ছক্কায় গড়া এ ইনিংস। প্রথম দিন প্রণব ১৯৯ বলে ৬৫২ রানে অপরাজিত ছিলেন। ১৮৯৯ সালে ইংল্যান্ডের ১৩ বছর বয়সী স্কুলছাত্র আর্থার এডওয়ার্ড কলিন্স ব্রিস্টলের ক্লিফটন কলেজ মাঠে নর্থ টাউনের বিপক্ষে ক্লার্কস হাউসের হয়ে করেছিলেন ৬২৮ রান। সেটিই ছিল এতদিন এক ইনিংসে কোন ক্রিকেটারের ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড। ১১৭ বছরের পুরনো সেই রেকর্ড ভেঙ্গে দিলেন প্রণব। তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত সিডনি টেস্ট স্পোর্টস রিপোর্টার ॥ বৃষ্টির জন্য মঙ্গলবার সিডনি টেস্টের তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। টস জিতে ব্যাটিং নিয়ে প্রথম দিন ৭৫ ওভারে ৬ উইকেটে ২০৭ রান করে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন খেলা হয় মোটে ১১.২ ওভার, ওই দিন ১ উইকেট হারিয়ে আরও ৪১ রান যোগ করে ক্যারিবীয়রা। সব মিলিয়ে তৃতীয় দিন শেষে জেসন হোল্ডারদের সংগ্রহ ৭ উইকেটে ২৪৮ রান। ইনিংসের উল্লেখযোগ্য দিক আট নম্বরে নেমে কার্লোস ব্রেথওয়েটের ৬৯।
×