ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ড্রর পথে কেপটাউন টেস্ট

আমলার ডবল সেঞ্চুরি

প্রকাশিত: ০৫:৩৫, ৬ জানুয়ারি ২০১৬

আমলার ডবল সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ ১৫ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেয়েছিলেন আগেরদিনই, সেটিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিলেন হাশিম আমলা। কেপটাউনে ২০১ রানের অনবদ্য এক ইনিংস খেললেন প্রোটিয়া অধিনায়ক। যার ওপর ভর করে চতুর্থ দিন চা বিরতিতে এ রিপোর্ট লেখার সময় ৬ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫২৫ রান। প্রতিপক্ষ ইংল্যান্ডের চেয়ে ১০৪ রানে পিছিয়ে স্বাগতিকরা। চার দিন অতিক্রান্ত, ব্যতিক্রম কিছু না ঘটলে ড্রই হতে যাচ্ছে চার ম্যাচ সিরিজের দ্বিতীয় এই টেস্ট। প্রথম ম্যাচ জিতে ১-০তে এগিয়ে আছে সফরকারী ইংলিশরা। বেন স্টোকসের বিশ্ব নাড়িয়ে দেয়া ডাবল সেঞ্চুরির (২৫৮) সৌজন্যে ৬২৯ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। সিরিজ জয়ের রেসে থাকতে হারলে চলবে না, এমন কঠিন পরিস্থিতিতে কি দারুণভাবেই না ফর্মে ফিরলেন আমলা, কার্যত ব্যাট হাতে ম্যাচ বাঁচানোর রাস্তাটা তৈরি করে দিলেন প্রোটিয়া অধিনায়ক। ওয়ানডে-টেস্ট সব ধরনের ক্রিকেটেই বিদায়ী ২০১৫ সালটি খুবই বাজে কেটেছে আমলার। গত বছর ১২ টেস্টে করেছেন মোটে ২৫১, যা আধুনিক দক্ষিণ আফ্রিকার সেরা এক ব্যাটসম্যানের নামের পাশে ছিল বড় বেমানান। বছরের প্রথম টেস্ট ইনিংসেই সেই হতাশা পেছনে ফেলেন। কাল মঈন আলির করা ইনিংসের ১৫৯তম ওভারের চতুর্থ বল মিডঅনে ঠেলে সিঙ্গেলস নিয়ে ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন আমলা। স্টুয়ার্ট ব্রডের বলে বোল্ড হওয়ার আগে ৪৭৭ বলে ২৭ চারের সাহায্যে খেলেন ২০১ রানের মনোমুগ্ধকর ইনিংস। অধিনায়কের দুর্দান্ত ইনিংসটি তার দল দক্ষিণ আফ্রিকাকেও স্বস্তি এনে দেয়। বেন স্টোকসের মহাকাব্যিক ২৫৮ এবং জনি বেয়ারস্টোর ১৫০ রানের দুটি ইনিংসের ওপর ভর করে ৬ উইকেটে ৬২৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ৮৫ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় পড়ে প্রোটিয়া শিবির। তবে চতুর্থ উইকেটে এবি ডি ভিলিয়ার্সকে (৮৮) নিয়ে ১৮৩ রানের জুটি গড়ে দলে স্বস্তি এনে দেন আমলা। আমলা ফেরার পর চতুর্থ উইকেটে ফাফ ডুপ্লেসিসকে (৮৬) নিয়ে আরও ১৬০। অভিষেকের ছয় বছর পর ২০১০ সালে স্বাগতিক ভারতের বিপক্ষে নাগপুর টেস্টে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি করেন আমলা। অপরাজিত ২৫৩ রানের সুবাদে ইনিংস ও ৬ রানে জয় পায় তার দল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ডাবল সেঞ্চুরির জন্য আমলাকে দুই বছর অপেক্ষা করতে হয়। তবে এবার নিজের ডাবল সেঞ্চুরিকে ট্রিপল সেঞ্চুরিতে রূপ দেন। ওভাল টেস্টে (১৯ জুলাই ২০১২) প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরির (৩১১*) অনন্য কীর্তি গড়েন। অসাধারণ এক জয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে দক্ষিণ আফ্রিকা। ফের দুই বছর পর ২০১৪-এ নিজের তৃতীয় ডাবল সেঞ্চুরির মুখ দেখেন আমলা (সেঞ্চুরিয়ানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০৮ রান)।
×