ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাইফ পাওয়ার টেকের ১৫ বছরের চুক্তি

ফ্র্যাঞ্চাইজি ফুটবল লীগ

প্রকাশিত: ০৫:৩৫, ৬ জানুয়ারি ২০১৬

ফ্র্যাঞ্চাইজি ফুটবল লীগ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে অনুষ্ঠেয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ সুপার লীগের পৃষ্ঠপোষকতার লক্ষ্যে বাফুফে-সাইফ পাওয়ার টেকের মধ্যে মঙ্গলবার একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মেয়াদ ১৫ বছরের। এই সময় প্রায় ৩৫ কোটি টাকা বাফুফে দেবে সাইফ পাওয়ার টেক। এই ফ্রাঞ্চাইজি লীগটা স্থান পাচ্ছে বাফুফের বাৎসরিক ক্যালেন্ডারে। এবং সেটি এ বছর থেকেই। একাডেমির মালিকানা থাকবে সরকারের, সাইফ পাওয়ার টেক সেটা পরিচালনা করবে। স্পেন, ইতালির তিন জনের কোচিং স্টাফ গ্রুপ থাকবে; তারাই বাছাই করবে ফুটবলার। প্রতি দলে সর্বোচ্চ ৫ বিদেশী খেলোয়াড় থাকবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের নবেম্বরে মাঠে গড়াবে ‘বাংলাদেশ সুপার লীগ।’ দেশব্যাপী আয়োজিত এই লীগে অংশ নেবে ছয় থেকে আট ফ্রাঞ্চাইজি ক্লাব। কোন ফ্রাঞ্চাইজি ক্লাব অংশ নেবেÑ সেটা এখনও ঠিক হয়নি। তবে তার আগেই বিভিন্ন জেলার ক্লাব কিনতে আগ্রহী হয়েছেন ফুটবল সংশ্লিষ্ট দুইজন। রাজধানীর গুলশানের একটি হোটেলে মঙ্গলবার বাফুফের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ফ্রাঞ্চাইজি ক্লাব কিনতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন। এই লীগ আয়োজনে বাফুফের লাভ? প্রথমত অর্থনৈতিকভাবে, টুর্নামেন্টটা সফল হলে আরেকটা লাভের অংশ প্রাপ্তি, সারা বাংলাদেশে ভেন্যু বিস্তার। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমীন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারসহ অনেকে। বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন বলেন, ‘সাইফ পাওয়ার গোটা জিনিসটা অর্গানাইজ করবে। বাফুফে থাকবে এর কো-পার্টনার হিসেবে। আমরা গাইডলাইন দেব। মার্কেটিং থেকে আরম্ভ করে সবকিছু তারা করবে। সেজন্য তারা আমাদের একটা লাইসেন্স ফি দেবে। একটা-দুইটা বিদেশী কোম্পানির সঙ্গে হয় তো তারা এটাকে উপস্থাপন করবে।’ সালাম মুর্শেদী বলেন, ‘বাফুফের সঙ্গে সাইফ পাওয়ারের এই এমওইউ সাইনিং বাংলাদেশের ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে ঐতিহাসিক দিন হিসেবে বিবেচিত হবে। যদি আমাকে প্রস্তাব দেয়া হয়, তাহলে আমি খুলনা ডিভিশনের দল কিনব।’ তরফদার মোঃ রুহুল আমীন বলেন, ‘বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে এটা আমাদের সবার স্বপ্ন। কিন্তু বর্তমানে ফুটবলে যে ধারা চলছে এর থেকে বের না হয়ে আসতে পারলে সে স্বপ্ন সত্য হবে না। ভারতে আইএসএল নামে এই ঘরানার একটি ফুটবল টুর্নামেন্ট হয়। সাফে আমরা যে আফগানদের সঙ্গে পেরে উঠিনি। সেই আফগানদেরই হারিয়ে দিয়েছে ভারত। অথচ দুই বছর আগেও এই ভারতের ফুটবলে ছিল দৈন্যদশা। এই সাফল্যের পেছনে কিন্তু বড় অবদান আইএসএলের।
×