ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রিসবেন ইন্টারন্যাশনাল

সরে দাঁড়ালেন শারাপোভা-সিমোনা

প্রকাশিত: ০৫:৩৩, ৬ জানুয়ারি ২০১৬

সরে দাঁড়ালেন শারাপোভা-সিমোনা

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন বছর শুরু হতেই ইনজুরির কারণে শীর্ষ তারকাদের কোর্টে নামা বিলম্বিত হয়েছে। একদিন আগেই হাঁটুর প্রদাহজনিত কারণে হপম্যান কাপ থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হন বিশ্ব টেনিসের এক নাম্বার তারকা সেরেনা উইলিয়ামস। এবার ব্রিসবেন ইন্টারন্যাশনাল থেকে সরে দাঁড়ালেন গতবারের চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। বাঁ হাতের ইনজুরির কারণে এ রাশিয়ান তারকা নাম প্রত্যাহার করে নিয়েছেন। সরে দাঁড়িয়েছেন বিশ্বের দুই নম্বর রোমানিয়ার তারকা সিমোনা হ্যালেপও। পায়ের পাতার ইনজুরি নিয়ে দীর্ঘদিন ভুগছেন ২৪ বছর বয়সী এ তারকা। সম্প্রতি বেশ ব্যথা অনুভব করছেন হ্যালেপ। সে কারণে ব্রিসবেন ইন্টারন্যাশনাল খেলা হলো না তার। ইতোমধ্যে শুরু হওয়া এ আসরের দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন ইতালির রবার্তা ভিঞ্চি ও রাশিয়ার আনাস্তা পাভলিউচেঙ্কোভা। আর প্রথম রাউন্ডে জয় পেয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা, একাতেরিনা মাকারোভা, এ্যাঞ্জেলিক কারবার, বেলিন্ডা বেনচিচরা। এ মাসের শেষদিকে শুরু হবে বছরের প্রথম গ্র্যান্ডসøাম আসর অস্ট্রেলিয়ান ওপেন। আর সে কারণেই বড় ধরনের ঝুঁকি নিতে চাইছেন না বিশ্বের শীর্ষ তারকারা। অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণকন্যা সেরেনা হপম্যান কাপ থেকে নিজেকে সরে নিয়েছেন তার হাঁটুর প্রদাহের কারণে। আর ব্রিসবেন ইন্টারন্যাশনাল থেকে বিশ্বের চার নম্বর রাশিয়ান টেনিস তারকা শারাপোভা সরে দাঁড়ালেন বাঁ হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত ব্যথার কারণে। অনুশীলনের সময় আঘাত পেয়েছিলেন তিনি। এ কারণে কিছুদিন বিশ্রামে থেকে নিজেকে পরিপূর্ণ ফিট করে তুলতে চান। এ বিষয়ে শারাপোভা বলেন, ‘আমি আঘাতটা পাই কয়েকদিন আগে অনুশীলনের সময়। এটা আমার কাছে বিশেষ এক ইভেন্ট। বিশেষ করে যেহেতু আমি গতবারের চ্যাম্পিয়ন এখানে। আমি আগামী বছর ব্রিসবেনে আমার ভক্তদের সামনে উপস্থিত থাকতে সর্বোচ্চ চেষ্টা করব।’ মঙ্গলবার সরাসরি দ্বিতীয় রাউন্ডে স্বদেশী মাকারোভার সঙ্গে খেলার কথা ছিল মাশার। মাকারোভা প্রথম রাউন্ডে অবাছাই মারগারিটা গাসপারিয়ানের বিপক্ষে জিতেছেন অনেক কষ্টে। দীর্ঘ লড়াইয়ের পর তিনি জয় পান ৬-৪, ২-৬, ৬-৩ সেটে। এবার দ্বিতীয় রাউন্ডে বাই পেয়ে উঠে গেলেন তৃতীয় রাউন্ডে। শারাপোভা গত বছরের মাঝামাঝি থেকেই কোর্টে অনিয়মিত ছিলেন ইনজুরির জন্য। সে কারণে বছরের শেষ গ্র্যান্ডসøাম ইউএস ওপেনেও খেলতে পারেননি। অপরদিকে, বাঁ পায়ের পাতার ইনজুরি ধারাবাহিকভাবেই ভুগিয়ে চলেছে রোমান তারকা হ্যালেপকে। তিনিও সে কারণে ব্রিসবেন ইন্টারন্যাশনাল থেকে সরে দাঁড়িয়েছেন। গত আগস্টে প্রথম তিনি পায়ের পাতার ইনজুরিতে পড়েন এবং তখন থেকেই এটি নিয়ে সমস্যায় আছেন। গত কিছুদিন ধরেই তীব্র ব্যথা অনুভব করছেন তিনি। সরে দাঁড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘ভেবেছিলাম খেলার জন্য আমি পুরোপুরি প্রস্তুত। আমি খেলার জন্যই এখানে এসেছিলাম, বছরটা শুরু করতে চেয়েছিলাম খেলা দিয়ে।
×