ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-জিম্বাবুইয়ে সিরিজ ॥ সিলেট নয়, খুলনায় সিরিজের সব খেলা (১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি)

আটদিনে চার টি২০ ম্যাচ

প্রকাশিত: ০৫:৩১, ৬ জানুয়ারি ২০১৬

আটদিনে চার টি২০ ম্যাচ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ-জিম্বাবুইয়ে সিরিজকে নিয়ে যেন স্থিরই হতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে সিদ্ধান্ত। একবার এক সিদ্ধান্ত হচ্ছে। সেই সিদ্ধান্ত দ্রুতই পাল্টে যাচ্ছে। শেষ যে সিদ্ধান্ত হয়েছে, তাতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নয়, সিরিজের সব খেলা হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। চার টি২০ ম্যাচের সিরিজ হবে। আটদিনের মধ্যে সিরিজ শেষ হয়ে যাবে। ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সিরিজের সূচীও ঘোষনা করেছে বিসিবি। বিসিবির পরিচালক শেখ সোহেলই এমনটি জানিয়েছেন। বলেছেন, ‘আসলে আমাদের শুরু থেকেই আলোচনা ছিল। চারটি ম্যাচ হবে যেহেতু, সিলেট আর খুলনা মিলিয়ে হবে দুটি করে ম্যাচ। কিন্তু খুলনা ও সিলেটের দূরত্ব অনেক। মিডিয়া, ব্রডকাস্টিং যন্ত্রপাতি বহনের ঝামেলা, অনেক সমস্যা হবে। এ জন্য শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি, অনুর্ধ ১৯ বিশ্বকাপ যেহেতু সিলেটে খেলা হবে, জিম্বাবুইয়ে সিরিজ খুলনাতেই রাখব।’ সঙ্গে যোগ করেন, ‘এখন সিদ্ধান্ত চূড়ান্ত। বাংলাদেশ দল ১১ তারিখ খুলনায় যাবে। জিম্বাবুইয়ে ১১ তারিখ এসে হয়ত ১২ তারিখ (জিম্বাবুইয়ে খুলনায় ১১ তারিখই যাবে) যাবে। ১৪, ১৬, ১৮ ও ২০ তারিখ (হবে ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি) খেলাগুলো হবে।’ বিসিবির এমন সিদ্ধান্তে সিলেটে খেলার আশা আপাতত আর পূরণ হলো না মাশরাফি, সাকিব, মুশফিক, তামিমদের। ২০০৭ সালে সিলেট স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হওয়ার পর ২০১৪ সালে টি২০ বিশ্বকাপের সৌজন্যে আন্তর্জাতিক ম্যাচ হয় সিলেট স্টেডিয়ামে। কিন্তু এখন পর্যন্ত মাশরাফিদের এ স্টেডিয়ামে খেলার সৌভাগ্য হয়নি। এবার যখন সম্প্রতি বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বললেন, ‘জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজের সব খেলা হবে সিলেটে।’ তখন আশা জেগেছিল। কিন্তু সেই আশা আপাতত পূরণ হচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়েছে সিলেটে। তবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন পর্যন্ত সিলেট স্টেডিয়ামে খেলেনি। এবার সিলেটবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হওয়ার কথা ছিল। কিন্তু সেই অপেক্ষা আরও দীর্ঘ হলো। অনুর্ধ ১৯ ওয়ানডে বিশ্বকাপ হবে বাংলাদেশে। ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি চলবে যুবাদের বিশ্বকাপ। এ বিশ্বকাপের খেলাগুলো ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ও এমএ আজিজ স্টেডিয়ামে, কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে। এজন্য এ স্টেডিয়ামগুলোতে খেলা দেয়া যাচ্ছে না। সিলেটেও হবে খেলা। তবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে যে তিনটি ম্যাচ হবে, তার শুরু হবে ২৮ জানুয়ারি। এ সময় পর্যন্ত যেহেতু সুযোগ আছে, তাই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেই প্রথমবারের মতো দুই টেস্ট খেলুড়ে দলের মধ্যকার আন্তর্জাতিক টি২০ খেলা হওয়ার কথা ছিল। কিন্তু এ মুহূর্তে অনুর্ধ ১৯ বিশ্বকাপের কেন, কোন খেলাই খুলনাতে নেই। তাই শেষপর্যন্ত সিলেটকে বাদ দিয়ে খুলনাকেই বিবেচনা করা হয়েছে। ২০১৪ সালে বাংলাদেশে হয়েছিল টি২০ বিশ্বকাপ। বিশ্বকাপের কয়েকটি ম্যাচ খেলা হয়েছিল সিলেটে। মহিলা টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ২৪ ম্যাচই সিলেটে হয়েছে। আর পুরুষ টি২০ বিশ্বকাপের ৬ ম্যাচ হয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর সংস্কার কার্যক্রম ও অন্যান্য কারণে আর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ উপভোগের সুযোগ পাননি সিলেটের দর্শকেরা। আবারও সেই টি২০ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যাচ্ছিল সিলেট। কিন্তু সেই ফেরা আর হলো না। টেস্ট খেলুড়ে দুই দল প্রতিদ্বন্দ্বিতা করবে, এমন ম্যাচ দেখা তাই সিলেটবাসীর কাছে অধরাই রয়ে গেল। সেই আক্ষেপ খুলনার কারণেই ঘটল। একবার সিদ্ধান্ত হচ্ছে, টি২০ সিরিজের সঙ্গে হবে একটি টেস্ট। আরেকবার সিদ্ধান্ত হচ্ছে, শুধু টি২০ সিরিজ হবে। একবার সিদ্ধান্ত হচ্ছে, পাঁচ ম্যাচের অথবা তিন ম্যাচের টি২০ সিরিজ হবে। আরেকবার সিদ্ধান্ত হচ্ছে, চার ম্যাচের টি২০ সিরিজ হবে। একবার সিদ্ধান্ত হচ্ছে, সিরিজের সব খেলা হবে সিলেট স্টেডিয়ামে। আরেকবার সিদ্ধান্ত হচ্ছে, খুলনায় হবে খেলা। আপাতত খুলনাতেই বাংলাদেশ-জিম্বাবুইয়ের মধ্যকার চার টি২০ ম্যাচের সিরিজ হবে। এ সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন শেখ সোহেল। দেখা যাক, শেষপর্যন্ত এ সিদ্ধান্তও বহাল থাকে কিনা।
×