ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভবন নির্মাণ নিয়ে বিরোধ

লক্ষ্মীপুরে আদালতে হামলা-ভাংচুর, আইনজীবীসহ আহত ১৩

প্রকাশিত: ০৫:৩০, ৬ জানুয়ারি ২০১৬

লক্ষ্মীপুরে আদালতে হামলা-ভাংচুর, আইনজীবীসহ আহত ১৩

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৫ জানুয়ারি ॥ জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় বহুতল ভবন নির্মাণকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, বিক্ষোভ মিছিল ও পাল্টা মিছিলের ঘটনা ঘটেছে। এ সময় জেলা ও দায়রা জজ এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের এজলাসের দরজা-জানালা ভাংচুর করে বিক্ষুব্ধ আইনজীবীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর আদালত চত্বরে এ ঘটনা ঘটে। জানা যায়, আইনজীবী, নাজির ও পেশকারের সঙ্গে হাতাহাতিতে একজন আইনজীবী, নাজির, নায়েবে নাজির ও পেশকারসহ ১৩জন আহত হয়েছে। আহতদের মধ্যে আবদুল মতিন, বেলাল হোসেন ও সুখ দেবসহ তিনজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয় প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় দুপুরে আদালত চত্বরে আইনজীবী ও আইনজীবী সহকারীদের অংশগ্রহণে পরস্পর বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আইনজীবী সভাপতি এ্যাডভোকেট আব্দুর নূর ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ রফিক উল্যাহ আইনজীবীদের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা যুগ্ম ও দায়রা জজ ১ম বিচারকের এজলাসের দরজা ও জানালা এবং তালা, দরজার হেজবোল্ড ভাংচুর করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছে এ্যাডভোকেট আশিকুর রহমান এবং নাজির ও নায়েবে নাজিরসহ অন্যান্য আহতদের মধ্যে চীফ জুডিসিয়াল ম্যাাজিস্ট্রেটের পেশকার এমরান হোসেনও রয়েছেন। এদিকে জেলা ও দায়রা জজ, অতিরিক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে বদলি দাবি করে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের ঘোষণা দিয়ে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছে আইনজীবীগণ। অপরদিকে গত ৭ ডিসেম্বর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাঃ মহিদুজ্জামান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর জজশীপের নামে বরাদ্দকৃত জমিতে আইনজীবী সমিতি অবৈধভাবে দখল করে ভবন নির্মাণের কাজ শুরু করেছে বলে একটি পত্র প্রেরণ করেছেন। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
×