ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী ২১ জানুয়ারি সিলেট যাচ্ছেন

প্রকাশিত: ০৫:২৮, ৬ জানুয়ারি ২০১৬

প্রধানমন্ত্রী ২১ জানুয়ারি সিলেট যাচ্ছেন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ আগামী ২১ জানুয়ারি সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ বিরাজ করছে। বর্তমানে সিলেটজুড়ে চলছে সফর সফলের আয়োজন। সিলেট সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট মদন মোহন কলেজের ৭৫ বছরপূর্তি উৎসবে যোগদান ছাড়াও সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিকেলে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। তিনি এখানে বেশকিছু প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী যেসব প্রকল্প উদ্বোধন করবেন তার মধ্যে রয়েছে- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন, আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন, এপিবিএম এর ব্যারাক ভবন, ওসমানী নগর থানা ভবন, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য নির্মিত হোস্টেল ভবন, মাছিমপুর এলাকার সুরমা নদীর তীরে নির্মিত ওয়াকওয়ে, এম.সি কলেজের মাঠের সীমানা প্রাচীর এ গেট, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে ১০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতালে রূপান্তর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী ভবন। যে সকল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তার মধ্যে রয়েছে- সিলেট আউটার স্টেডিয়াম, খসরুপুর বাজার জিসি-পৈলনপুর-বালাগঞ্জ জিসি সড়ক উন্নয়ন, হরিপুর জিসি-গাছবাড়ী জিসি সড়ক (কানাইঘাট অংশ), মৈয়াখালী বাজার-আর এ্যান্ড সুইচ (বারোহাল ইউপি অফিস) ভায়া হাটুবিল মাদ্রাসা সড়ক উন্নয়ন, নারী পুলিশ ডরমেটরি ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ, শাহপরান থানা ভবন নির্মাণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় ও জেলা অফিস নির্মাণ, সিলেট বিভাগীয় ও জেলা এপএসআই কার্যালয় ভবন নির্মাণ, তামাবিল স্থলবন্দর নির্মাণ, হযরত গাজী বোরহান উদ্দিন (রহ.) মাজার, ৩ তলা ভিত্তিবিশিষ্ট মসজিদ, মহিলা এবাদতখানা ও সংযোগ সড়ক নির্মাণ কাজ, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেট বিভাগ এবং সিভিল সার্জন সিলেট কার্যালয় ভবন নির্মাণ কাজ। জানা যায়, ২১ জানুয়ারি সিলেট পৌঁছে বেলা ১১টা ১০ মিনিট থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত এবং সাড়ে ১১টা থেকে এবং ১২টার মধ্যে হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি মদন মোহন কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং মদন মোহন কলেজের ৭৫ বছরপূর্তি উৎসবে যোগদান করবেন। ঐদিন প্রধানমন্ত্রী সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিকেলে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
×