ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

সাঈদীর আমৃত্যু কারাদ-ের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হবে

প্রকাশিত: ০৫:২৭, ৬ জানুয়ারি ২০১৬

সাঈদীর আমৃত্যু কারাদ-ের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হবে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদ-ের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছেন এ্যাটর্নি জেনারেল। অন্যদিকে মীর কাশেম আলীর আপীল মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারকৃত নেত্রকোনার মুসলিম লীগ নেতা আতাউর রহমান ননি (৬২) ও ওবায়দুল হক তাহেরের (৬৪) মামলায় প্রসিকিউশন পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। আজ বুধবার থেকে আসামি পক্ষের যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। ময়মনসিংহের মুক্তাগাছার ৪ রাজাকারের বিরুদ্ধে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি প্রদান করেছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার আপীল বিভাগ ও ট্রাইব্যুনাল এ আদেশগুলো প্রদান করেছে। জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদ-ের রায় নিয়ে রিভিউ আবেদন করা করা হবে বলে জানিয়েছেন এ্যাটর্নি জেনারেল। এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সাঈদীর রায়ের কপি পাওয়ার পর তা পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে রিভিউ আবেদন করা হবে। সাঈদীর মামলায় প্রকাশিত আপীল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের কপি ট্রাইব্যুনাল হয়ে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ৩১ ডিসেম্বর ৫ বিচারপতির স্বাক্ষরের পর সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে সাঈদীর মামলায় ৬শ’ ১৪ পৃষ্ঠার এ রায় প্রকাশ হয়। সুপ্রীমকোর্টের নির্দেশনা অনুযায়ী, আপীল বিভাগের রায়ের প্রকাশের পর ১৫ দিনের মধ্যে মানবতাবিরোধী অপরাধে দ-প্রাপ্তদের বিরুদ্ধে রিভিউ আবেদন করার বিধান রয়েছে। গত বছরের ১৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর মৃত্যুদ-ের সাজা কমিয়ে আমৃত্যু কারাদ- দেন। বেঞ্চের অন্য চার বিচারপতি হলেন- বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদ-াদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে গঠিত ২০টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণ হয়। মীর কাশেম আলী ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীর আইনজীবী উপস্থিত না থাকায় আজ বুধবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেছে আদালত। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপীল বিভাগ এ আদেশ দেয়। বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ কার্যতালিকায় মীর কাশেম আলীর মামলাটি ৪ নম্বরে রাখা হয়েছে। ননি-তাহের ॥ একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার নেত্রকোনার মুসলিম লীগ নেতা আতাউর রহমান ননি (৬২) ও ওবায়দুল হক তাহেরের (৬৪) মামলায় প্রসিকিউশন পক্ষে যুক্তিতর্ক শেষ হয়েছে। বুধবার থেকে আসামি পক্ষের যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এ আদেশ প্রদান করেছেন। এই দুই আসামির বিরুদ্ধে একাত্তরে হত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটের ঘটনায় তাদের বিরুদ্ধে ৬টি অভিযোগে অভিযোগ গঠন করা হয়েছে। ময়মনসিংহের ৪ রাজাকার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের মুক্তাগাছার ৪ রাজাকারের বিরুদ্ধে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি প্রদান করেছে ট্রাইব্যুনাল। আগামী সোমবার থেকে পৃথক পৃথকভাবে ৪ জনকে ৪ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছে। মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ প্রদান করেছেন। রেজাউল করিম ওরফে আক্কাসসহ আট জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও চার জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের জিজ্ঞাসাবাদ করা হবে তাদের মধ্যে রয়েছেন, রেজাউল করিম, এবিএম ইউনুস আলী, ইউসুফ আলী ও ওমর ফারুক।
×