ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

প্রয়াণ বার্ষিকীতে উদীচীর স্মরণে সত্যেন সেন

প্রকাশিত: ০৫:২৬, ৬ জানুয়ারি ২০১৬

প্রয়াণ বার্ষিকীতে উদীচীর স্মরণে সত্যেন সেন

স্টাফ রিপোর্টার ॥ শোষণমুক্ত ও সমতার সমাজের স্বপ্ন দেখা এক কীর্তিমান মানুষ সত্যেন সেন। রাজনীতির পাশাপাশি সাহিত্যচর্চার মাধ্যমে হেঁটেছেন সেই স্বপ্ন পূরণের পথে। ব্রিটিশবিরোধী আন্দোলনের এই কিংবদন্তি বিপ্লবী ও একুশে পদকপ্রাপ্ত কথাশিল্পীর ৩৪তম প্রয়াণবার্ষিকী ও ৩৫তম প্রয়াণ দিবস ছিল মঙ্গলবার। এ উপলক্ষে স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর সংসদ। পৌষের সন্ধ্যায় তোপখানা রোডের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিল্পী-সংগ্রামী-কৃষক নেতা সত্যেন সেনের জীবনাদর্শ, সাহিত্যকর্ম ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। সত্যেন রচিত গান ও তাঁর জীবনের উল্লেখযোগ্য ঘটনাবলী নিয়ে পরিবেশিত হয় আলেখ্যানুষ্ঠান। স্মরণসভার শুরুতে ‘স্মৃতিতে সত্যেন সেন’ শীর্ষক আলেখ্যানুষ্ঠান পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। এরপর শুরু হয় আলোচনা পর্ব। উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তারা সত্যেন সেনের দেখানো পথে মানুষের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ পর্বের শুরুতেই বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার। এরপর সত্যেন সেনকে নিয়ে স্মৃতিচারণ করেন উদীচীর প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কামরুল আহসান খান। বক্তব্য রাখেন সত্যেন সেনের ঘনিষ্ঠ সহচর ও উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা গোলাম মোহাম্মদ ইদু। তিনি বলেন, সত্যেন সেন প্রদর্শিত পথে চলে কৃষক-শ্রমিক-মেহনতী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে উদীচীকে সবসময়ই অবিচল থাকতে হবে। এছাড়া সত্যেন সেনের সাহিত্যকর্মসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান। এরপর শিল্পী-সংগ্রামী-কৃষক নেতা সত্যেন সেনের জীবনাদর্শ, সাহিত্যকর্ম ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে আলোচনা করেন উদীচীর সাবেক সভাপতি, বিশিষ্ট প্রাবন্ধিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক যতীন সরকার। তিনি সত্যেন সেনের রাজনৈতিক মতাদর্শ নিয়ে আলোচনা করার পাশাপাশি বর্তমান সময়ে তাঁর দর্শন এবং চিন্তার প্রায়োগিক প্রসঙ্গে বলেন, সত্যেন সেন যেভাবে হেঁটে গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করেছেন, তেমনিভাবে সারাদেশে গ্রাম পর্যায়ে ছড়িয়ে যেতে হবে উদীচীকে। সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে দেশের আপামর জনসাধারণকে সকল ধরনের সাম্প্রদায়িকতা, মৌলবাদ, ধর্মান্ধতা ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য উদীচীর শিল্পীকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। স্মরণসভায় সত্যেন সেন রচিত কবিতা আবৃত্তি করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য নাজমুল আজাদ। ১৯৮১ সালের ৫ জানুয়ারি মৃত্যুবরণ করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা সত্যেন সেন। নিজ গ্রামে স্মরণ সভা ॥ স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, স্বদেশী আন্দোলনের বিপ্লবী, সাহিত্যিক, সুরকার এবং উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের ৩৫তম মৃত্যুবাষির্কীতে তার নিজ গ্রাম মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির সোনারংয়ে স্মরণসভা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সোনারং পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠের এই স্মরণসভায় সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ি উদীচী শিল্পীগোষ্ঠীর যুগ্ম আহ্বায়ক বিপুল কাজী। বক্তব্য রাখেন এ্যাডভোকেট ব.ম শামীম, ক্ষমা রানী দাস, বিমল চন্দ্র পাল, জহিরুল ইসলাম আইয়ূব, আমেনা খাতুন, ডিএম বেলায়েত শাহিন, ইব্রাহিম শেখ, নুরে আলম বিপ্লব, টিটু চৌধুরী, জয়দেব দাস রামু, লাল চাঁন দাস তন্ময় ও বেপারি মোহাম্মদ তিতুমীর। জাদুঘরে ইয়াসমিন মুশতারীর সঙ্গীতসন্ধ্যা ॥ পৌষের সন্ধ্যায় মায়াবী কণ্ঠের সুর মূর্ছনায় শ্রোতাদের মন রাঙালেন নন্দিত কণ্ঠশিল্পী ইয়াসমিন মুশতারী। নজরুলের নানা আঙ্গিকের গানে গানে সিক্ত করলেন সঙ্গীতানুরাগীদের অন্তর। মঙ্গলবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘শীতের হাওয়ায় লাগলো নাচন’ শীর্ষক এ সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়। সঙ্গীতানুষ্ঠানটির আয়োজন করে সামাজিক সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখী।
×