ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জিএসপিসহ শিল্প খাত নিয়ে আলোচনায় মার্কিন প্রতিনিধি দল

প্রকাশিত: ০৫:২১, ৬ জানুয়ারি ২০১৬

জিএসপিসহ শিল্প খাত নিয়ে আলোচনায় মার্কিন প্রতিনিধি দল

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের চলমান রাজনীতি, পোশাক শিল্পখাতের শ্রমমানের অগ্রগতি, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) ইত্যাদি বিষয়ে পর্যালোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির দুই সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার ঢাকায় এসেছে। মার্কিন প্রতিনিধি দলটি দুই দিনব্যাপী ঢাকা সফর করবেন। কূটনৈতিক সূত্র এসব তথ্য জানিয়েছে। নতুন বছরের শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্রের দুইটি প্রতিনিধি দল ঢাকা সফরে আসার কথা ছিল। এর মধ্যে প্রথম প্রতিনিধি দলটি মঙ্গলবার ঢাকায় এসে পৌঁছেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের বৈদেশিক সম্পর্ক-বিষয়ক কমিটির এ প্রতিনিধি দলের সদস্যরা হলেনÑ ক্যারোলিন এম লেডি ও এন্ডি ওলসন। ক্যারোলিন লেডি মার্কিন সিনেটের সিনিয়র কর্মকর্তা ও এন্ডি ওলসন সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। মার্কিন সিনেটের এ প্রতিনিধি দলের সদস্যরা ঢাকায় বিভিন্ন পর্যায়ের সরকারী-বেসরকারী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের দুই বছর পূর্তির দিনেই মার্কিন প্রতিনিধি দলের ঢাকা সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জাতীয় নির্বাচনের দুই বছর পর বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সিনেটের এ প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের রাজনীতিতে সরকার ও বিরোধী দলের বিভিন্ন কার্যক্রমও পর্যবেক্ষণ করবেন। এছাড়া গণতন্ত্র চর্চার ক্ষেত্রগুলো নতুন করে যাচাই করবেন তারা। তারা বাংলাদেশের শ্রমমানের অগ্রগতিও পর্যালোচনা করবেন। বাংলাদেশের শ্রমমানের অগ্রগতি হয়েছে বলে ইতোমধ্যেই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে তৈরি পোশাকখাতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। তবে এ খাতে আরও অগ্রগতি হওয়া উচিত বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সিনেটের প্রতিনিধি দলের সফরে রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি পোশাক শিল্প খাতের শ্রমমানের বিষয়টি গুরুত্ব পাবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পুনর্বহালে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দফতরের দেয়া ১৬ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে, সে বিষয়ে প্রতিনিধি দলের সদস্যার জানার চেষ্টা করবেন। ঢাকা সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নাগরিক সমাজ ও বেসরকারী খাতের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। এছাড়া শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা, শ্রমিক সংগঠন, তৈরি পোশাক শিল্পের মালিক, বেসরকারী খাতের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। মার্কিন প্রতিনিধি দলের ঢাকা সফর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকার দূতাবাস থেকে আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানানো হয়নি। তবে কূটনৈতিক সূত্র জানায়, বিশ্বের বিভিন্ন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সব সময় পর্যবেক্ষণ করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া বিভিন্ন দেশে মার্কিন স্বার্থরক্ষার বিষয়টিও পর্যবেক্ষণ করে দেশটি। এসব বিষয় নিয়ে মার্কিন সিনেট প্রতিবেদন তৈরি করে সরকারের কাছে পেশ করে থাকে। বাংলাদেশ সফর শেষে মার্কিন সিনেটের এ প্রতিনিধি দলটিও একটি প্রতিবেদন সিনেটে পেশ করবে বলে জানা গেছে।
×