ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ন্যাশনাল ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে প্রায় ৩ শতাংশ

প্রকাশিত: ০৪:১৯, ৬ জানুয়ারি ২০১৬

ন্যাশনাল ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে প্রায় ৩ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালন মুনাফা আগের বছরের তুলনায় ২ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। এ সময়ে সম্পদ, আমানত, ঋণ, রেমিটেন্স, আমদানি-রফতানি অর্থায়নসহ সব কয়টি সূচকেই এগিয়েছে তালিকাভুক্ত ব্যাংকটি। কমে এসেছে খেলাপী ঋণের হারও। ব্যাংকের প্রাথমিক বার্ষিক হিসাব বিবরণী অনুসারে, সদ্যসমাপ্ত হিসাব বছরে ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৮৪৬ কোটি, ২০১৪ সালে যা ছিল ৮২১ কোটি ৭৮ লাখ টাকা। প্রাপ্ত তথ্যে জানা যায়, ২০১৫ সালে ২২ হাজার ২২০ কোটি ৩২ লাখ টাকা আমানত সংগ্রহ করে ন্যাশনাল ব্যাংক। ২০১৪ সালে ছিল ২০ হাজার ৩৬০ কোটি ২৪ লাখ টাকা। এ সময়ে ব্যাংকটির আমানতে ৯ দশমিক ১ শতাংশ। ২০১৫ সালে ঋণ বিতরণ হয়েছে ১৮ হাজার ৬১৫ কোটি টাকা। ২০১৪ সালে ছিল ১৭ হাজার ৩০৬ কোটি ৫৮ লাখ টাকা। এ সময় ঋণ বিতরণ ৭ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত হিসাব বছরে ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭০ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৭ টাকা ২৭ পয়সা। এদিকে চলতি হিসাব বছরের প্রথমার্ধে এনবিএলের ইপিএস দাঁড়িয়েছে ৭৩ পয়সা। ২০১৩ সালে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় এ কোম্পানি। সে হিসাব বছরে এর ইপিএস হয় ১ টাকা ৪৭ পয়সা, শেয়ারপ্রতি এনএভি ১৬ টাকা ৭৮ পয়সা ও কর-পরবর্তী মুনাফা ২০৮ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। ২০১২ সালে ৬ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা। ১৯৮৪ সালে শেয়ারবাজারে আসা ন্যাশনাল ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৭৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৫৬১ কোটি ৬০ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৮২০ কোটি ১১ লাখ টাকা।
×