ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিভিও পেট্রোর সব পরিচালককে জরিমানা

প্রকাশিত: ০৪:১৬, ৬ জানুয়ারি ২০১৬

সিভিও পেট্রোর সব পরিচালককে জরিমানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডকে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে কোম্পানির প্রত্যেক পরিচালককে ৫ লাখ টাকা করে জরিমানা করেছে বিএসইসি। মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের ৫৬৩তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তে বলা হয়, ৩০ জুন ২০১৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে কোনো প্রকার মুনাফা অর্জন না করে এবং ঋণাত্মক মুনাফা থাকা সত্ত্বেও সিভি পেট্রোকেমিক্যাল শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। যা মূলত কোম্পানির মূলধন থেকে প্রদান করা হয়েছে। কোম্পানির এ ধরনের কর্মকা- বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছে যা সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ১৮ ধারার লঙ্ঘন। উক্ত সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে কমিশনের সিভিও পেট্রোকেমিক্যালের প্রত্যেক পরিচালককে ৫ লাখ করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার এলইডি লাইট উৎপাদন করবে বিডি ল্যাম্পস পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ল্যাম্পসের পণ্য সম্ভারে যুক্ত হচ্ছে এলইডি লাইট। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এলইডি লাইট উৎপাদনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। রাজধানীর মহাখালীতে অবস্থিত কোম্পানির ফ্যাক্টরিতে এলইডি লাইট তৈরি করবে কোম্পানি। লাইট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ সন্নিবেশের মাধ্যমে কোম্পানি এটি তৈরি করবে। ২০১৬ সালের এপ্রিল মাস থেকে বাণিজ্যিকভাবে লাইট তৈরি শুরু করতে পারবে বলে আশা করছে কোম্পানি। নতুন এ প্রোডাকশন লাইন তৈরিতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা। কোম্পানির নিজস্ব তহবিল এবং ব্যাংক ঋণের মাধ্যমে এ ব্যয় মেটানো হবে। লাইট তৈরির ফলে বার্ষিক বিক্রির পরিমাণ ৪ শতাংশ বাড়বে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×