ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় পার্টির শান্তি মিছিল সমাবেশ

প্রকাশিত: ০৪:১৪, ৬ জানুয়ারি ২০১৬

জাতীয় পার্টির শান্তি মিছিল সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে গণতন্ত্রের জন্য শান্তি মিছিল ও সমাবেশ করেছে বিরোধী দল জাতীয় পার্টি। তবে দেশব্যাপী দলের পক্ষ থেকে কোন কর্মসূচী ছিল না। পাঁচ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও ১৪ দলের পক্ষ থেকে এ দিনটিকে সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করা হচ্ছে। মঙ্গলবার এ দিনে রাজধানীর নয়া পল্টনে বিএনপি ও বঙ্গবন্ধু এভিনিউ-এ আওয়ামী লীগ পৃথক পৃথক সমাবেশ করেছে। দিবসটি উপলক্ষে প্রধান দুই রাজনৈতিক দলের অবস্থান যখন পরস্পরবিরোধী ঠিক তখন বিরোধী দল জাতীয় পার্টি নির্বাচনকে সমর্থন জানিয়ে শান্তি মিছিল ও সমাবেশের আয়োজন করে। বর্তমান মন্ত্রী সভায় জাতীয় পার্টির একজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী রয়েছেন। আছেন ৪০ জন সংসদ সদস্য। যদিও সত্যিকার অর্থে বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় মন্ত্রী পরিষদ থেকে দলের নেতাদের পদত্যাগের পরামর্শ দিয়েছেন এরশাদ। তিনি বলেছেন, আমাদের কেউ বিরোধী দল মনে করে না। তিনি নিজেও প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে সরে গিয়ে জাতীয় পার্টিকে বিরোধী দলের ভূমিকায় নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। মঙ্গলবার ঢাকা-৪ আসনের এমপি ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে রাজধানীর দোলইপাড় থেকে শান্তি মিছিল শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামপুর বাজারে গিয়ে তা শেষ হয়। এতে জাপার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে দোলাইপাড় তিন রাস্তার মোড়ে শান্তি সমাবেশ করে শ্যামপুর ও কদমতলি থানা জাতীয় পার্টি। সমাবেশে দলের নেতারা বলেন, জাতীয় পার্টি গণতন্ত্রের প্রধান ধারক বাহক। আমরা সহিংসতা বিশ্বাস করি না। জ্বালাও পোড়াওয়ে বিশ্বাসী নই। এজন্য আমাদের দলের নতুন সেøাগান হলো, ‘শান্তির জন্য পরিবর্তন’। আর সে লক্ষেই সবাই মিলে কাজ করে যাচ্ছি। তারা বলেন, গণতন্ত্রের জন্য ১৯৯০ সালে ৬ ডিসেম্বর আমরা ক্ষমতা হস্তান্তর করেছিলাম। সেজন্য ১৯৯০ সাল থেকে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে প্রতিকূল পরিস্থিতির মধ্যে জাতীয় পার্টি সকল নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনেও আমরা অংশ নিয়েছিলাম। সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, সার্ক কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক ও মহানগর জাপা নেতা সুজন দে, শ্যামপুর থানা জাপার সভাপতি কাওসার আহমেদ, সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা, কদমতলি থানা জাপার সদস্য সচিব শেখ মাসুক রহমান প্রমুখ।
×