ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এটিএন কর্মীর আত্মহত্যা ॥ সৎ ছেলেকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত: ০৪:১৪, ৬ জানুয়ারি ২০১৬

এটিএন কর্মীর আত্মহত্যা ॥ সৎ ছেলেকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শাহআলীতে সৎ বাবা বিষ খাইয়ে ছেলেকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রাজধানীর বিনোদন কেন্দ্র হাতিরঝিলে লাফিয়ে পড়ে একটি বেসরকারী টেলিভিশনের এক কর্মচারী আত্মহত্যা করেছেন। শাহবাগে যাত্রীবাহী বাসের চাপায় বারডেমের এক সিনিয়র স্টাফ নার্স নিহত হয়েছেন। এদিকে দক্ষিণখানে দুর্বৃত্তরা শিশুপুত্রের সামনে এক ব্যবসায়ীকে গুলি চালিয়েছে। অন্যদিকে রমনায় সেগুনবাগিচা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুর্বৃত্তদের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় র‌্যাব আটজনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি শটগান, ৩১ রাউন্ড গুলি, ১৮টি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এছাড়া মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প এলাকায় এক গৃহবধূকে এ্যাসিড ছুড়ে পালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ সব তথ্য জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজধানীর শাহআলীতে সৎ বাবা আব্দুস সালামের বিরুদ্ধে বিষ খাইয়ে ছেলে রাকিবুল ইসলাম রানাকে (১৬) হত্যার অভিযোগ উঠেছে। নিহতের মামা ইমরান হোসেনের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। নিহতের বাবার নাম চুন্নু মিয়া। গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার গাবুয়ায়। নিহত রানার মামা ইমরান হোসেন জানান, রানার মা সেলিনা বেগম পাঁচ বছর আগে আব্দুস সালাম নামে এক যুবককে বিয়ে করে। পরে তারা শাহআলীর উত্তর বিশিল এলাকায় বাসাভাড়া নিয়ে থাকতেন। হাতিরঝিল থেকে লাশ উদ্ধার ॥ রাজধানীর হাতিরঝিল থেকে মাহমুদুল হাসান (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডুবুরি ইউসুফ আলী জানান, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা হাতিরঝিল থেকে তার অচেতন দেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বেসরকারী টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের অভ্যর্থনা বিভাগের কর্মচারী ছিলেন। রমনা থানার ওসি মশিউর রহমান জানান, বেলা আড়াইটার দিকে সেতুর ওপর থেকে লাফিয়ে পড়েন হাসান। তা দেখে লোকজন দমকল বাহিনীকে খবর দেয়।
×