ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে তিন ধর্ষকের যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:০৫, ৬ জানুয়ারি ২০১৬

চট্টগ্রামে তিন ধর্ষকের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে দুটি ধর্ষণের মামলায় ৩ ধর্ষককে যাবজ্জীবন কারাদ- প্রদান করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রেজাউল করিম এ রায় প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট বারইপাড়া এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন কারাদ- প্রদান করা হয়েছে নুরুল আলম নামের এক ধর্ষককে। ২০১৩ সালের ২৭ আগস্ট দুপুরে শিশুটিকে মোবাইল ফোনে গেম খেলতে দিয়ে ধর্ষণ করেছিল এই যুবক। বাঁশখালী উপজেলার অপর একটি ধর্ষণ মামলায় ২ আসামিকে যাবজ্জীবন কারাদ-াদেশ প্রদান করেন একই আদালত। একই রায়ে এ দু’জনকে দেড়লাখ টাকা করে জরিমানাও প্রদান করা হয়। দ-িত দুই আসামির নাম মামুনুর রশীদ ও দেলোয়ার হোসেন। এই দু’জনই পলাতক রয়েছেন। মাংস বিতরণ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৫ জানুয়ারি ॥ জেলার চরভদ্রাসনে ১৬টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কার্যালয়ের সামনে এ মাংস বিতরণ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী। ১৬টি মাদ্রাসা ও এতিম খানার কর্মকর্তার হাতে মোট ৪৫ প্যাকেট দুম্বার মাংস তুলে দেয়া হয়। স্কুল উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৫ জানুয়ারি ॥ জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে ‘নেত্রকোনা কালেক্টরেট স্কুলের উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন স্কুলটি উদ্বোধন করেন। জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী রফিকুল ইসলাম, নূরুল আমিন, নূর খান মিঠ প্রমুখ।
×