ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জয়পুরহাটে গ্যাস অনুসন্ধান কূপ খনন উদ্বোধন

প্রকাশিত: ০৪:০৪, ৬ জানুয়ারি ২০১৬

জয়পুরহাটে গ্যাস অনুসন্ধান কূপ খনন উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৫ জানুয়ারি ॥ জেলার জামালগঞ্জে দেশের বৃহত্তম কয়লাখনি থেকে গ্যাস উত্তোলনের লক্ষ্যে গ্যাসের সম্ভব্যতা যাচাইয়ের জন্য মঙ্গলবার ৩টি কূপ খননের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুর হামিদ। সিবিএম প্রকল্পের মাধ্যমে দেশের এই প্রথম কূপ খননের কার্যক্রম শুরু করেন ভারতের মাইনিং এ্যাসোসিয়েট নামের সংস্থা। মাটির নিচে প্রায় তিন হাজার ৩০০ ফুট পর্যন্ত ওই ৩টি কূপ খনন করা হবে। জয়পুরহাট শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ভাদসা ইউনিয়নের বড় মাঝিপাড়া গ্রামের এই কূপ খননের কার্যক্রম পেট্রোবাংলার নিজস্ব অর্থায়নে শুরু করা হয়। ২৩ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা প্রাক্কলন করে এই প্রকল্পের কাজে ইজারাকৃত জমির ফসলের ক্ষতিপূরণ, অবকাঠামো এবং যন্ত্রপাতির জন্য ব্যয় করা হবে। এরই মধ্যে ১৩ কোটি ২৮ লাখ টাকা শুধু কূপ খননের জন্য ব্যয় হবে। পেট্রোবাংলার প্রকল্প পরিচালক মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে এই কূপ খনন অনুষ্ঠানে খনিজ প্রতিমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন ভারতের মাইনিং এ্যাসোসিয়েট প্রাইভেট লিঃ’র বৈদেশিক পরামর্শক শুধাংশ অধিকারী পেট্রোবাংলার চেয়ারম্যান সৈয়দ ইসতিয়াক আহমেদ, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদাক এসএম সোলায়মান আলী, জয়পুরহাট এর সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সামছুল আলম দুদু। দিনাজপুরে জেএমবি মামলায় সাক্ষীর বিরুদ্ধে পরোয়ানা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গী সংগঠন-জেএমবি এহসার সদস্য শহিদুল ইসলামকে মঙ্গলবার দিনাজপুরে আদালতে হাজির করা হয়। এ মামলার ৫ সাক্ষীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য্য হয়েছে। আদালত সূত্রে জানা যায়, দিনাজপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহমুদুল করিমের আদালতে নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গী সংগঠন-জেএমবির এহসার সদস্য শহিদুল ইসলামকে মঙ্গলবার দুপুর ১২টায় আদালতে হাজির করা হয়। মামলার গ্রেফতারকৃত অপর ২ আসামি রফিকুল ইসলাম ওরফে জোবায়ের ওরফে রাসেল ওরফে জসিম ও এহসার সদস্য শাহিন হোসেন গ্রেফতার হয়ে ঢাকা কাশিমপুর কারাগারে অপর মামলায় আটক রয়েছে।
×