ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কার্গোর আঘাতে ফেরি ডুবে আহত দুই

তেল ট্যাঙ্কারের ধাক্কায় বন বিভাগের লঞ্চডুবি

প্রকাশিত: ০৪:০৩, ৬ জানুয়ারি ২০১৬

তেল ট্যাঙ্কারের ধাক্কায় বন বিভাগের লঞ্চডুবি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ তেল ট্যাঙ্কারের ধাক্কায় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের প্রায় অর্ধ-কোটি টাকা মূল্যের একটি ফাইবার বোট (লঞ্চ) দুমড়ে-মুচড়ে ডুবে গেছে এ ছাড়া দুটি লঞ্চ ও একটি পল্টুনের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা। ঘাতক ট্যাঙ্কারটি তাৎক্ষণিক আটক করেছে বনবিভাগ। সোমবার সন্ধ্যার দিকে শরণখোলা স্টেশন ঘাটে এ ঘটনা ঘটেছে। এদিকে, সোমবার মধ্য রাতে মলা নদীর ‘মামার খেয়াঘাট’ এলাকায় পণ্যবাহী কার্গোর আঘাতে একটি যাত্রীবাহী ফেরি ট্রলার ডুবে গেছে। এ দুর্ঘটনার পর যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও মাঝি শহিদুল ইসলাম আকন (৩৮) ও যাত্রী শিশু সজিব হাওলাদার (১০) গুরুতর আহত হয়। বনবিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মাসুদুর রহমান জানান, ওই সময় ঢাকার কে, এম মাহামুদুল ইসলামের মালিকানাধীন হাই স্প্রিট গ্রুপের বার্জ বাংলাদেশ এজেন্সির এমটি মক্কা-১ নামে একটি ট্যাঙ্কার মংলায় তেল খালাস করে চট্টগ্রামের উদ্দেশে ভোলা নদী এলাকা অতিক্রম করছিল। তখন সেটি নিয়ন্ত্রণ হারিয়ে শরণখোলা স্টেশন ঘাটে অবস্থান করা গোল্ডেন ফাইবার-১ নামে একটি বোটকে ধাক্কা দিলেই সেটি দুমড়ে-মুচড়ে ডুবে যায়। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় রেঞ্জ কর্মকর্তার বনহরিণী-৪ ও মোবাইল বোট বনহরিণী-১ নামে দুটি মূল্যবান লঞ্চ। পূর্ব সুন্দরবন বিভাগীয় কর্মকর্তা সহিদুল ইসলাম জানান, এ ঘটনায় রেঞ্জ কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে। অপরদিকে, মংলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্পেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সোমবার রাতে মংলা নদী দিয়ে পণ্যবাহী এমভি রূপসা অটো রাইস মিল নামের কার্গোটি পাওয়ার সময় মামার খেয়াঘাট এলাকায় একটি যাত্রীবাহী ফেরি ট্রলারকে আঘাত করে। এ সময় ২০ থেকে ২৫ জন যাত্রী বোঝাই ফেরি ট্রলারটি ঘটনাস্থলে ডুবে যায়।
×