ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এনএসআই কর্মকর্তা লাঞ্ছিত

তালুকদার ও হাওলাদারের দখলে মাদারীপুরে স্থগিত ভোট কেন্দ্র

প্রকাশিত: ০৪:০২, ৬ জানুয়ারি ২০১৬

তালুকদার ও হাওলাদারের দখলে মাদারীপুরে স্থগিত ভোট কেন্দ্র

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৫ ডিসেম্বর ॥ পৌরসভা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে মাদারীপুরের কালকিনি পৌরসভার দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এখনো পুনর্নির্বাচনের তারিখ নির্ধারিত হয়নি। এ অবস্থায় কোন স্বতন্ত্র মেয়র প্রার্থী ও তাদের কোন কর্মীকে এলাকায় প্রবেশ করতে দিচ্ছে না আওয়ামী লীগ ও কৃষকলীগের নেতাকর্মীরা। সার্বক্ষণিক পাহারা দেয়া হচ্ছে স্থগিত ৬নং ও ৮নং ওয়ার্ডের কেন্দ্র এলাকা। এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে সত্যতা যাচাইয়ের জন্য তথ্য সংগ্রহ করতে যান এনএসআইয়ের ফিল্ড অফিসার ফিরোজ আহমেদ। এ সময় তাকে লাঞ্ছিত করে আটকে রাখা হয়। দুই ঘণ্টা পর সোমবার রাত ৮টার দিকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের দাড়ি কেটে দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, পৌর নির্বাচনের আগের রাতে কাষ্ঠগড় কেন্দ্র থেকে ৮০০ ব্যালট ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া জনারদন্দি কেন্দ্রে ৫০৩ ব্যালটে সিল মেরে রাখে। এ ঘটনা জানতে পেরে রিটার্নিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ, র‌্যাব ও বিজেপি নিয়ে কেন্দ্র দুটিতে গিয়ে ঘটনার সত্যতা পান। বিষয়টি তৎক্ষণিক নির্বাচন কমিশনকে জানালে তাদের নির্দেশে কেন্দ্র দুটির ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনের পর থেকে ওই এলাকার নিয়ন্ত্রণ নেয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ তালুকদার ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী এনায়েত হোসেন হাওলাদার। এলাকায় দিন রাত পাহারা দেয়া হচ্ছে। স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থক এমনকি অপরিচিত সাধারণ কাউকে এলকায় ঢুকতে দেয়া হচ্ছে না। অযথা মানুষকে মারধর, নিজেদের পক্ষে ভোট নিতে ভোটারদের হুমকি দেয়া হচ্ছে। শুধু তাই নয় তিন দিন আগে কাষ্ঠগড় এলাকার ফারুক ফকির নামের স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে তার দাড়ি কেটে দেয়া হয়েছে। এ ঘটনার পর থেকে ওই পরিবারের সঙ্গে কাউকে যোগাযোগ করতে দেয়া হচ্ছে না। পরিবারটিও ভয়ে কিছু বলছে না। তবে এ ব্যাপারে মোবাইলে ফোন দিলে ফারুক ফকিকের স্ত্রী ফোন রিসিভ করেন। তার স্ত্রী প্রথমে কোন কথা না বললেও এক পর্যায়ে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেয়ার অভিযোগ এনে অপর পক্ষ আমার স্বামীকে মারধর করেছে। তাকে কাঁচি ও ব্লেড আনতে বলে তার দাড়ি কাটার জন্য। পরে আমার স্বামী নিজেই তার দাড়ি কেটেছে। এ ব্যাপারে আমরা কোন কথা বলতে চাই না। কোন ঝামেলায় জড়াতে চাই না। আমরা আর কিছু বলবো না। আমরা কারও কাছে কিছু বলিনি তবুও সবাই জেনে গেছে।’ কালকিনি পৌর নির্বাচনে এগিয়ে থাকা স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ বলেন, ‘কালকিনির নির্বাচন স্থগিত দুই কেন্দ্রে কোন স্বতন্ত্র প্রার্থীর লোকজন ঢুকতে দেয় না স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সার্বক্ষণিক পাহারা দেয়ায় এলাকায় চলছে অঘোষিত কারফিউ। কাষ্ঠগড় সেন্টারে কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ তালুকদারের নেতাকর্মীরা সোমবার সন্ধ্যায় ফিরোজ আহমেদ নামের এনএসআই কর্মকর্তাকে তথ্য সংগ্রহ করতে গেলে আটকে রেখে লাঞ্ছিত করে।’ মাদারীপুর এনএসআই সহকরী পরিচালক মশিউর রহমান বলেন, ‘সরকারী কাজে আমার অফিসার ফিরোজ আহমেদ কালকিনির কাষ্ঠগড় এলাকায় স্থগিত নির্বাচনী তথ্য সংগ্রহ করতে গেলে কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ তালুকদার ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী এনায়েত হোসেন হাওলাদার মিলে আমার অফিসারের পকেটে টাকা ঢুকিয়ে লাঞ্ছিত করে অপপ্রচার চালাচ্ছে। নির্বাচনের পর থেকেই স্থগিত দুই কেন্দ্রের এলাকায় কোন ব্যক্তিকে তারা প্রবেশ করতে দিচ্ছে না।’ এ ব্যাপারে এনএসআইয়ের ফিল্ড অফিসার ফিরোজ আহমেদ বলেন, “আমি নির্বাচনী তথ্য সংগ্রহ করতে কাষ্ঠগড় গেলে কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ তালুকদার ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী এনায়েত হোসেন হাওলাদার ও তার লোকজন মিলে জোর করে আমার পকেটে ৫ শ’ টাকার ১শ’টি নোট ঢুকিয়ে দিয়ে বলে স্বতন্ত্রপ্রার্থী মশিউর রহমান সবুজের পক্ষে ভোট কেনার জন্য আমি এ টাকা নিয়ে এসেছি। এ নাটক সাজিয়ে আমাকে লাঞ্ছিত করা হয়েছে। আমি এ লাঞ্ছিতের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
×