ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইবাইস ইউনিভার্সিটিতে পিঠা উৎসব

প্রকাশিত: ০৪:০২, ৬ জানুয়ারি ২০১৬

ইবাইস ইউনিভার্সিটিতে পিঠা উৎসব

ইবাইস ইউনিভার্সিটি ধানম-িতে বিজয়ের মাস এবং বাংলাদেশ পর্যটন বর্ষ ২০১৬ উপলক্ষে ৪ জানুয়ারি তিনদিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার হুমায়ূন কবীর। অনুষ্ঠানে লক্ষ্মীপুরের মুক্তিযোদ্ধা কমান্ডার তোফায়েল আহমেদকে ইবাইস ইউনিভার্সিটির শুভাকাক্সক্ষী হিসাবে সম্মাননা প্রদান করা হয়। বাংলা ভাষা গবেষণা কেন্দ্রের পরিচালক এমআর মাহবুব ইবাইস ইউনিভার্সিটি পাঠাগারে সংরক্ষণের জন্য ভাষা আন্দোলনে শহীদদের উদ্দেশে নির্মিত প্রথম শহীদ মিনারের দুর্লভ আলোকচিত্র স্মারক হিসেবে উপাচার্যের হাতে তুলে দেন। -বিজ্ঞপ্তি এশিয়ান ভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো ৪ জানুয়ারি। ঢাকার উত্তরায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবুল হাসান সাদেক আগত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ মাসব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে। এ কর্মসূচীর মধ্যে রয়েছে আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা, আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট, প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, ফ্যামিলি ডে, শীতার্ত জনগণের মধ্যে শীতবস্ত্র বিতরণ, চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনার, বিচিত্রানুষ্ঠান ইত্যাদি। এ বছর এশিয়ান ইউনিভার্সিটি ‘টুয়ার্ডস রিসার্চ ইইউনিভার্সিটি’ বর্ষ ঘোষণা করে এবং সকল শিক্ষকম-লী গবেষণা কর্মে বিশেষ অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। -বিজ্ঞপ্তি রূপগঞ্জে ভূমিদস্যুর হামলায় নারী আহত নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৫ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসহ বাড়ি দখলের প্রতিবাদ করায় স্থানীয় সন্ত্রাসীরা এক নিরীহ মহিলাকে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় ঘটে এ ঘটনা। গুরুতর আহত খালেদা আক্তার পারভীনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খালেদা আক্তার পারভিন জানায়, গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় এক কাঠা জমি ক্রয় করে সেখানে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন। ওই জমিসহ বাড়ি জোরপূর্বক দখলে নিয়ে নেয় স্থানীয় ভূমিদস্যু বাদল বেপারীসহ তার লোকজন। বোয়ালমারীতে কম্বল বিতরণ নিজস্ব সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ৫ জানুয়ারি ॥ বোয়ালমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত সোমবার রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও মুঃ খায়রুজ্জামান। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পা-ে। বই বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মাদ্রাসা শিক্ষার প্রসারতা ঘটাতে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার দুপুরে নতুন বছরের নতুন বই ও কিতাব বিতরণ করা হয়েছে। জেলার গৌরনদী পৌর এলাকার গেরাকুল মারকাযুন্ নুর আমিরিয়া কাসেমিয়া কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে নতুন বই ও কিতাব বিতরণ করেন পৌর মেয়র মোঃ হারিছুর রহমান।
×