ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তিযোদ্ধা চিশতির বিরুদ্ধে অপপ্রচার ॥ জামালপুর ও শেরপুরে প্রতিবাদ

প্রকাশিত: ০৪:০১, ৬ জানুয়ারি ২০১৬

মুক্তিযোদ্ধা চিশতির বিরুদ্ধে অপপ্রচার ॥ জামালপুর ও শেরপুরে প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৫ জানুয়ারি ॥ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, দি ফারমার্স ব্যাংক লিঃ-এর নির্বাহী চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতির বিরুদ্ধে কিছু পত্র-পত্রিকাসহ মহল বিশেষের ফের অপপ্রচারের প্রতিবাদে শেরপুরে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ উপলক্ষে সোমবার দুপুরে শেরপুর সদর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে কমান্ড কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বলেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা বাবুল চিশতি সকল পর্যায়ের সনদধারী বৈধ মুক্তিযোদ্ধা হওয়া সত্বেও স্বাধীনতার দীর্ঘ ৪৪ বছর পর আজ তার বিরুদ্ধে যারা ‘যুদ্ধাপরাধী’ বলে অপপ্রচার চালাচ্ছে, তারা স্বাধীনতাবিরোধী ও বিএনপি-জামায়াত জোট চক্রের দোসর। অবিলম্বে তাদের ষড়যন্ত্র বন্ধ না হলে রণাঙ্গণের সাথীরা তার দাঁত ভাঙ্গা জবাব দেবে। শেরপুর সদর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দের সভাপতিত্বে প্রতিবাদ সভায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু প্রধান অতিথি ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেনÑ মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আমজাদ হোসেন, নুরুল ইসলাম, আব্দুল মতিন, তালেব হোসেন, খলিলুর রহমান, মোফাজ্জল মাস্টার, আঃ মান্নান, খলিলুর রহমান (২), সাবেক ইউপি চেয়ারম্যান এম মাকসুদ আলম প্রমুখ। নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, এদিকে রবিবার সকাল ১১টায় জামালপুর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, মাহবুবুল হক বাবুল চিশতি বিশিষ্ট সমাজসেবক ও মুক্তিযোদ্ধা। একটি মহল তার সুনাম ক্ষুণেœর জন্য নানা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে শেরপুরের ঝিনাইগাতি থানায় বাবুল চিশতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ইতোমধ্যে মামলার বাদী সেই মামলাটি প্রত্যাহারের আবেদনও করেছে। তারপরও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতির ভাবমূর্তি ক্ষুণœ করতেই এ অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে এমন ঘৃণ্য অপপ্রচার থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ জামালপুর ইউনিট কমান্ডের কমান্ডার শফিকুল ইসলাম খোকা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সৈয়দ সদরুজ্জামান হেলাল বীর প্রতীক, বকশীগঞ্জ উপজেলা কমান্ডার মফিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ, সেলিম রেজা, আমিনুল হক প্রমুখ। কুড়িগ্রামে ওষুধের দোকানে আগুন স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ শহরের খলিলগঞ্জ এলাকায় কিশলয় সরকারী প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ‘সাদিক মেডিসিন কর্ণার’ নামক ওষুধের দোকানে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা এবং পূর্বশক্রতার জের ধরে পার্শ্ববর্তী ওষুধ ব্যবসায়ী আশরাফ ও ছায়াদ এ ঘটনা ঘটিয়েছে বলে থানায় লিখিত অভিযোগ করেছেন। সান্তাহারে মুদিদোকান নিজস্ব সংবাদদাতা সান্তাহার থেকে জানান, সোমবার রাতে বগুড়ার সান্তাহার পৌরসভার বশিপুর সরদারপাড়া মহল্লায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ফরহাদ স্টোর নামের একটি মুদিদোকান পুড়ে ছাই হয়ে গেছে। আসামিদের হুমকিতে নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জামিনে থাকা আসামি পক্ষের হুমকি-ধমকিতে চরম নিরাপত্তাহীনতা ও শঙ্কায় রয়েছেন রাজশাহী নগরীর এক মুক্তিযোদ্ধার পরিবার। জমি নিয়ে বিরোধের জের ধরে লাঞ্ছিত করার কয়েকদিন পর বাদী মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনের মৃত্যু হয়। ঘটনার জের ধরে থানায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে আসামিরা জামিনে বেরিয়ে এসে হুমকি-ধামকি দিচ্ছে। এতে তটস্থ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। এ ঘটনায় পরিবারের সদস্যরা থানায় জিডিও দায়ের করেছেন। তবে রহস্যজনক কারণে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগীরা জানান, নগরীর মতিহার থানার মেহেরচ-ী এলাকার মুক্তিযোদ্ধা নিজাম উদ্দীন বুধপাড়া এলাকায় ‘জয়বাংলা কৃষি খামার’ নামে একটি খামার স্থাপন করেছেন। ওই খামারে আসামি পশ্চিম বুধপাড়া এলাকার নজরুল ইসলাম ওরফে এসলাম তার ছেলে সেলিম হামলা চালায়।
×