ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের ভুতুড়ে বিল ॥ দিশেহারা গ্রাহক

প্রকাশিত: ০৩:৫৯, ৬ জানুয়ারি ২০১৬

বিদ্যুতের ভুতুড়ে বিল ॥ দিশেহারা গ্রাহক

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ মিটার রিডিং-এর চেয়ে মাসের পর মাস ধরে গ্রাহকদের অতিরিক্ত বিল দিয়ে চলেছে ডোমার ও ডিমলা উপজেলার বিদ্যুত বিভাগ। মিটার অনুযায়ী বিল করে চাইলে গ্রহকদের দেয়া হচ্ছে ধমক। কেউ অতিরিক্ত বিল যথাসময়ে না প্রদান করলে সাথে সাথে বাসা বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুত সংযোগ কেটে দেখা হচ্ছে। বিদ্যুত বিভাগের লোকদের বেআইনী নিয়মের খপ্পরে পড়ে গ্রাহকরা বাধ্য হচ্ছে প্রতিটি মিটারে ২হাজার থেকে ৫ হাজার ইউনিটের অতিরিক্ত বিদ্যুত বিল পরিশোধ করতে। ডোমার বিদ্যুতায়ন বোর্ডের আওতায় ডোমার, ডিমলা ও দেবীগঞ্জের উপজেলার কিছু অংশের মোট গ্রাহক রয়েছে প্রায় ২০ হাজার। সরকারীভাবে ১ হাজার ২৫০টি গ্রাহকের জন্য একজন করে স্থায়ীভাবে মিটার রিডার থাকার কথা, কিন্তু কেউ কর্মরত নেই। বিদ্যুত বিভাগ বলছে, স্থায়ীভাবে মিটার রিডারের ১৮টি পদই রয়েছে শূন্য। অস্থায়ী ভিত্তিতে ৮জনকে নিয়োগ প্রদান করা হলেও নামে মাত্র বেতন দেয়ায় তারা মিটার রিডিং নিচ্ছে না। ডোমার উপজেলা বামুনিয়া গ্রামের আবাসিক গ্রাহক সুধন্য চন্দ্র রায় অভিযোগ করেন আমার মিটার রিডিং ২৬৭০ হলেও গত অক্টেবর/১৫ মাসের বিলে রিডিং দেখা হয়েছে ৪২৭০। ১৬শ’ ইউনিটের বিল বেশি দেয়। সেই থেকে একই নিয়মে বিল প্রদান করে আসছে। ডিমলা বাবুরহাট গ্রামের মৃত্য তহিদুল ইসলামের বাসায় ভাড়া থাকেন বেসরকারী সংস্থা পল্লীশ্রী রি-কল প্রকল্পটি। গত নবেম্বর মাস থেকে উক্ত গ্রাহকের হিসাবে ২৮হাজার ৬৪০ ইউনিট দেখানো হলেও মিটারে মিটার রিডিং রয়েছে ২৬ হাজার ৫৩০ ইউনিট। এ ব্যাপারে এনজিওটি বার বার অভিযোগ দিয়ে সুফল পাচ্ছেন না। এ ধরনের ভূরি ভূরি অভিযোগ। এভাবে চলছে গ্রাহকদের ভোগান্তি। বরিশালে সাত ইটভাঁটি বন্ধে চূড়ান্ত নোটিস স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বাবুগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাতটি ইটভাটা বন্ধের চূড়ান্ত নোটিস এবং সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করেছে। পরিবেশ অধিদফতরের উদ্যোগে মঙ্গলবার সকালে ও সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদফতরের পরিচালক সুকুমার বিশ্বাস জানান, অবৈধভাবে পরিচালিত ড্রাম চিমনির ব্যবহার, জিগজ্যাগে রূপান্তর করা হয়নি এমন ১২০ ফুট চিমনির ইটভাঁটির বিরুদ্ধে বাবুগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মেসার্স ফাইভ স্টার ব্রিকস, মেসার্স মাস্টার ব্রিকস, মেসার্স সাজ ব্রিকস, মেসার্স বেঙ্গল ব্রিকস, মেসার্স সনি ব্রিকস, মেসার্স আকন ব্রিকস এবং মেসার্স শাকিল ব্রিকসে অভিযান চালানো হয়।
×