ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে নারীকর্মীদের বেতনের ২৭ লাখ টাকা আত্মসাত

প্রকাশিত: ০৩:৫৯, ৬ জানুয়ারি ২০১৬

কক্সবাজারে নারীকর্মীদের বেতনের ২৭ লাখ টাকা আত্মসাত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ এলসিএস নারীকর্মীদের বেতনের ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান উন্নয়ন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আতিকুল ইসলাম ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনজুর আলমের বিরুদ্ধে। ভুক্তভোগী নারীরা সঠিক তদন্তের মাধ্যমে তাদের টাকা ফেরত পেতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে। নিরক্ষর ও হতদরিদ্র নারীদের বেতন-ভাতার বিল ভাউচারে দস্তখত নেয়ার মিথ্যা আশ্বাসে তাদের টিপসই আদায় করে নিয়োগ বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, উখিয়া উপজেলা কোট বাজার-মনখালী সড়ক এবং টেকনাফ বাসস্ট্যান্ড-শাপলাপুর সড়ক রক্ষণাবেক্ষণের জন্য নির্মাণ প্রকল্পের ঠিকাদার উন্নয়ন ইন্টারন্যাশনালকে ঠিকাদার নিয়োগ করা হয়। এলজিইডির অর্থায়নে ওই প্রতিষ্ঠানের অধীনে পাঁচ বছর চুক্তিতে ৬৮ এলসিএস নারীকর্মী নিযুক্ত করে সড়কগুলো রক্ষণাবেক্ষণ মাটি কাটা, প্রয়োজনীয় গাছগাছালি পরিষ্কারসহ বিভিন্ন কাজ করার জন্য প্রতি কিলোমিটারে এক নারী এলসিএস কর্মীর দৈনিক ১২০টাকা হারে ভাতা নির্ধারণ করা হয়। ২০১৪ সালের আগস্ট মাস থেকে ২০১৫ সালের নবেম্বর পর্যন্ত কাজ করে হতদরিদ্র নারীরা। ওই ১৬ মাসের বেতন বাবদ প্রতিজন এলসিএস কর্মী ৫৭ হাজার টাকা হারে প্রাপ্য। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান উল্লেখিত পরিমাণের টাকা হতে নারীকর্মীদের মাত্র ১৮ হাজার টাকা প্রদানের পর আর কোন টাকা পরিশোধ করেনি। কর্মীদের দাবি মতে, উন্নয়ন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আতিকুল ইসলামের কাছে ২৭ লাখ টাকা পাওনা রয়েছে তারা। বেতনবঞ্চিত নারীকর্মী মিনারা আকতার জানান, বেতন-ভাতার টাকা চাওয়ায় আতিকুল ইসলাম তাদের উল্টো হুমকি দিচ্ছেন। ওই কাজে হতদরিদ্র নারীকর্মী ব্যতীত পুরুষদের নিয়োগ দানের সরকারী বিধান না থাকলেও নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মনগড়া পুরুষ (সুপারভাইজার) কর্মীদের নিয়োগ দিয়ে সরকারী নিয়মবহির্ভূত কাজ করেছেন। উন্নয়ন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আতিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, নারীকর্মীদের বেতন বিল গত বছরের মে মাস পর্যন্ত উন্নয়ন ইন্টারন্যাশনাল পরিশোধ করেছে। কিন্তু নিয়োগকৃত নারীকর্মীরা টাকা নিয়েও রাস্তায় কাজ করা থেকে বিরত থাকে। না’গঞ্জে ডাইং কারখানায় আগুন ॥ ৫ শ্রমিক দগ্ধ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৫ জানুয়ারি ॥ ফতুল্লার পোস্টঅফিস রোড এলাকায় একটি ডাইং কারখানার কেমিক্যালের গোডাউনে অগ্নিকা-ে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছে। আহত অবস্থায় দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ শ্রমিকরা হলোÑ হন কারখানার শ্রমিক ইয়াছিন (২৩), শাহজালাল (২৫), রাসেল (২৬), নান্নু মিয়া (২৮) ও সাব্বির হোসেন (২০)। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাত ১টায় আমিন ডাইং কারখানায়। জানা গেছে, রাত একটার দিকে ওই কারখানার অভ্যন্তরে কেমিক্যালের গুদামের পাশে কয়েক শ্রমিক বসে ধূমপান করছিল। এ সময় সিগারেটে থেকে আগুন ধরে যায়। আগুন দ্রুত কেমিক্যালের গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় ৫ শ্রমিক দগ্ধ হয়। খবর পেয়ে স্থানীয় ও কারখানার অন্য শ্রমিকরা এসে আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকা-ে দগ্ধদের প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পুলিশ জানায়, দগ্ধ পাঁচ শ্রমিকের মধ্যে নান্নু মিয়া ও সাব্বির হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
×