ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্ব এজতেমায় থাকছে ৫ স্তরের নিরাপত্তা

প্রকাশিত: ০৮:১৩, ৫ জানুয়ারি ২০১৬

বিশ্ব এজতেমায় থাকছে ৫ স্তরের নিরাপত্তা

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৪ জানুয়ারি ॥ আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের বিশ্ব এজতেমার প্রথম দফা। এজতেমা ময়দানে এখন চলছে প্রস্তুতির শেষ মুহূর্তের টুকিটাকি কাজ। এজতেমা ময়দান ও আশপাশের এলাকায় থাকছে পাঁচ স্তরে ১২ হাজারেরও বেশি পুলিশের নিরাপত্তা ব্যবস্থা। সোমবার বিকেল থেকেই নিরাপত্তা কর্মীরা প্রাক নিরাপত্তার কাজ শুরু করেছে বলে জানান গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ। তিনি সোমবার বিকেলে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠসংলগ্ন শহীদ আহসান উল্যাহ মাস্টার স্টেডিয়ামে পুলিশের এক ব্রিফিংয়ের শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন, মোঃ সোলাইমান, গাজীপুর ট্রাফিক বিভাগের এএসপি মোঃ শাখাওয়াৎ হোসেনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার বলেন, আমাদের মূল কাজটি হচ্ছে, আগত দেশী-বিদেশী মুসল্লিদের সার্বিক নিরাপত্তা দেয়া, যাতে তাদের চলাচলে কোন বাধা বিঘেœর সৃষ্টি না হয়। প্রাক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে ইজতেমা এলাকায় সোমবার বিকেল থেকে ফোর্স নিয়োগ করা হয়েছে। তারা বিশ্ব ইজতেমার চারপাশের এলাকার হকার, ভিক্ষুক, ফুটপাথ, রাস্তাঘাট দখলমুক্ত করবেন। পাশাপাশি যেন কোন বহিরাগত আনাগোনা করতে না পারে সে বিষয়ে সজাগ থাকবেন। বিশ্ব এজতেমা শুরুর আগে যাতে এজতেমা এলাকার পরিবেশ-আইনশৃঙ্খলা ঠিক থাকে তা তারা প্রতিনিয়ত আমাদের জানাবেন এবং আমরা সে মোতাবেক ব্যবস্থা নেব। তিনি আরও বলেন, এখন থেকে ওয়াচ টাওয়ার কাজ করছে। চেকপোস্ট, নৌ-টহলের কাজ চলছে, সিসি টিভির কাজ সম্পন্ন হয়েছে। খিত্তা তৈরিতেও আমরা সহযোগিতা করছি, যাতে দ্রুত খিত্তাগুলো তৈরি হয়। পরে তিনি এজতেমার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইজতেমা মাঠের মুরুব্বিদের সঙ্গে কথা বলেন এবং এজতেমা মাঠ পরিদর্শন করেন।
×