ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক

নেতাকর্মীদের প্রতি শান্তিপূর্ণভাবে সমাবেশ করার নির্দেশ খালেদার

প্রকাশিত: ০৮:১১, ৫ জানুয়ারি ২০১৬

নেতাকর্মীদের প্রতি শান্তিপূর্ণভাবে সমাবেশ করার নির্দেশ খালেদার

স্টাফ রিপোর্টার ॥ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ মঙ্গলবারের সমাবেশ নিয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাতে বৈঠক করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি সমাবেশ শান্তিপূর্ণ করার জন্য দলের নেতাকর্মীর নির্দেশ দেন। বৈঠকে আলোচনা হয়, সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বেলা ২টায় সমাবেশ শুরু করে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। এ ছাড়া নেতাকর্মীকে সজাগ থাকতে হবে কেউ যেন কোন বিশৃঙ্খলা তৈরি না করতে পারে। একই সঙ্গে সমাবেশে কোন উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে হবে। বৈঠকে নেতারা মত দেন, সবাই বক্তব্য সংক্ষিপ্ত করে খালেদা জিয়াকে বক্তব্য দেয়ার জন্য সময় বেশি দিতে হবে। রাত সাড়ে ৯ টায় বৈঠক শুরু হয়ে শেষ হয় সাড়ে ১০টায়। খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস- চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শাহ মোয়াজ্জেম হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, সেলিমা রহমান, উপদেষ্টা শামছুজ্জামান দুদু, ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, ওসমান ফারুক, উকিল আবদুস সাত্তার ও যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
×