ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাধারণ বিজ্ঞান

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৫৭, ৫ জানুয়ারি ২০১৬

অষ্টম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২২. ভূপৃষ্ঠে এবং ভূপৃষ্ঠের সন্নিকটস্থ স্থানসমূহে বস্তুর ওজনের বিভিন্নতার কারণ হলো- র. পৃথিবীর আকৃতি রর. পৃথিবীর বার্ষিক গতি ররর. ভূপৃষ্ঠ হতে উচ্চতা নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ২৩. কোষ রসের প্রধান উপাদান হলো- র. পানি রর. খনিজ লবণ ররর. শ্বেতসার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৪. পুষ্টি কী? ক) খাদ্য খ) এক প্রকার শর্করা গ) একটি প্রক্রিয়া ঘ) জৈব যৌগ ২৫. কোনটিতে তড়িৎ প্রবাহের দিক নির্দিষ্ট সময় পর পর পরিবর্তিত হয়? ক) একমুখী প্রবাহ খ) পরিবর্তী প্রবাহ গ) সমপ্রবাহ ঘ) সম ও পর্যাবৃত্ত প্রবাহ ২৬. জীবের সব রকম শারীরবৃত্তীয় কাজ কোন প্রক্রিয়ায় ঘটে? ক) অভিস্রবণ খ) প্রস্বেদন গ) ব্যাপন ঘ) সালোকসংশ্লেষণ ২৭. উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী জৈব রাসায়নিক পদার্থটির নাম কী? ক) হরমোন খ) ফাইটোহরমোন গ) ফাইটোএনজাইম ঘ) এনজাইম ২৮. কোনটি তৃণভোজী প্রাণী? ক) কচ্ছপ খ) বক গ) ব্যাঙ ঘ) ছাগল ২৯. বিভাজনের পূর্বে নিউক্লিয়াসের যে প্রস্তুুতমূলক কাজ হয়, সেই দশাকে কী বলে? ক) বিল্ডিং ফেজ খ) গ্রোথ ফেজ গ) ইন্টারফেজ ঘ) ক্যারিওফেজ ৩০. যে তন্ত্র রেচন কার্যে সাহায্য করে তাকে কী বলে? ক) বৃক্ক খ) রেচনতন্ত্র গ) ফুসফুস ঘ) ত্বক ৩১. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? ক) মেরু অঞ্চল খ) ভূ-পৃষ্ঠে গ) বিষুবীর অঞ্চলে ঘ) পাহাড়ের উপরে ৩২. কোন স্তরর খাদক মাংসাশী নামে পরিচিত? ক) ১ম স্তরের খ) ২য় স্তরের গ) ৩য় স্তরের ঘ) শিকারী প্রাণী ৩৩. রাদারফোর্ডের পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে- র. ঋণাত্মক কণাটি ভরহীন রর. পরমাণুকে ভাঙ্গা যায় ররর. পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৩৪. নিচের কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ? ক) শাল খ) মেহগনি গ) সুন্দরী ঘ) কড়ই ৩৫. জ্বালানি পুড়ে কী উৎপন্ন হয়? ক) গতি খ) শক্তি গ) বেগ ঘ) আলো ৩৬. টেলোফেজ ধাপে- র. আপত্য ক্রোমোজাম বিপরীত মেরুতে আসে রর. নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটে ররর. উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত মাকু তন্তুর সৃষ্টি হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. ক্ষার ও ক্ষারকের স্বাদ কেমন? ক) মিষ্টি খ) টক গ) তেতোঁ ঘ) স্বাদহীন সঠিক উত্তর: ২২. (খ) ২৩. (ক) ২৪. (গ) ২৫. (খ) ২৬. (গ) ২৭. (খ) ২৮. (ঘ) ২৯. (গ) ৩০. (খ) ৩১. (ক) ৩২. (খ) ৩৩. (খ) ৩৪. (গ) ৩৫. (খ) ৩৬. (ক) ৩৭. (গ)
×