ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় মীর লিয়াকত আলী সরকারী স্কুলের যাত্রা শুরু

প্রকাশিত: ০৫:৫০, ৫ জানুয়ারি ২০১৬

বগুড়ায় মীর লিয়াকত আলী সরকারী স্কুলের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ দেশের সরকারী প্রাথমিক স্কুলের শিক্ষার মান এখন অনেক উন্নত, আগামী ২০১৯ সালের মধ্যে দেশের সকল প্রাথমিক স্কুলের সার্বিক অবকাঠামো উন্নত করে কম্পিউটার প্রযুক্তি সংযোজিত হবে, এমন আশাবাদ ব্যক্ত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান। সোমবার দুপুরে তিনি প্রধান অতিথি হিসেবে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীর লিয়াকত আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে স্কুলের শিক্ষার্থীরা তাকে গার্ড অব অনার প্রদান করে। সরকারের ১৫শ’ বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় এই স্কুলটি নির্মিত হয়েছে ৫৮ লাখ টাকা ব্যয়ে। গ্রামের শিশুদের শিক্ষার অগ্রযাত্রায় স্কুল ভবন নির্মাণের জন্য জমি দান করেছেন দৈনিক জনকণ্ঠের সাংবাদিক মীর লিয়াকত আলী। নতুন বছরের শুরুতে এই স্কুলে ভর্তি ৫০ শিক্ষার্থী পাঠ্যপুস্তক পেয়েছে। মীর লিয়াকত আলীর সভাপতিত্বে ও সারিয়াকান্দির উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসানের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলী, শিবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার জিল্লুর রহমান, বগুড়া প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউটের সুপার মোজাহিদুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, শিবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র তৌহিদুর রহমান মানিক প্রমুখ। বিকেলে একই মঞ্চে স্কুল সংলগ্ন আমতলি মডেল স্কুলের নার্সারি থেকে ৮ম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের নূরজাহান মেধা পুরস্কার ও এতিম শিক্ষার্থীদের মঙ্গলী দেবী শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ ॥ নিহত ডাকাত নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৪ জানুয়ারি ॥ র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। ডাকাতির প্রস্তুতিকালে সোমবার ভোর ৪টার সময় টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের মাগুড়াটা গ্রামে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। র‌্যাবের কমান্ডার জানান, টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরের মাগুড়াটা গ্রামের মহাদেব চন্দ্র সরকারের বাড়িতে একদল ডাকাত সোমবার ভোরে ডাকাতি করতে আসবে এমন তথ্য পায় র‌্যাব। এমন গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল র‌্যাবের একটি দল পূর্ব থেকেই মহাদেব চন্দ্র সরকারের বাড়ির আশপাশে ডাকাত দলের জন্য অপেক্ষা করতে থাকে। ভোর সাড়ে তিনটার দিকে ডাকাত দল তার বাড়িতে প্রবেশ করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে এবং গুলি করে পালিয়ে যেতে চেষ্টা করে। র‌্যাব ডাকাতদের লক্ষ্য করে গুলি চালালে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। তাকে হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
×