ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে হামলা-ভাংচুর

প্রকাশিত: ০৫:৪৫, ৫ জানুয়ারি ২০১৬

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে হামলা-ভাংচুর

জনকণ্ঠ ডেস্ক ॥ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ে বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টাধাওয়া, ভাংচুর, হামলা হয়েছে। ঠাকুরগাঁওয়ে টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সিলেটে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের প্রতিবাদে ব্যবসায়ীরা বিক্ষোভ করেছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদাতাদের পাঠানো খবর : চট্টগ্রাম ॥ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দু’গ্রুপের মধ্যে মারামারি, চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী উপস্থিতিতে ঘটে এই সংঘর্ষ। এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পরে পুলিশ ও নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয়েছিল সমাবেশের। এতে প্রধান অতিথি ছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এতে যোগ দেয়। তবে নিজেদের অস্তিত্ব জানান দিতে বিভিন্ন কলেজ ছাত্রলীগের নামে শুরু হয়ে যায় সেøøাগান। সেখানে বাজিও ফোটানো হয়। এক পর্যায়ে সরকারী সিটি কলেজ এবং এমইএস কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে আওয়ামী লীগ নেতারা এসে ছাত্রলীগ নেতাকর্মীদের নিবৃত করেন। এতে বেশ ক’জন আহত হয়। লাঠি ও চেয়ারের আঘাতে আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে এ ঘটনায় গুরুতর আহত নেই বলে জানিয়েছে পুলিশ। এদিকে, ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া পাল্টাধাওয়ার সময় ওই এলাকায় পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়। এতে আধা ঘণ্টার বেশি সময় ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। সিলেট ॥ সোমবার দুপুর আড়াইটায় নগরীর চৌহাট্টা-রিকাবীবাজার সড়কে ছাত্রলীগের দু’ পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে। এই সময় ইট-পাটকেল নিক্ষেপ ছাড়াও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন । জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি শেষে জেলা ছাত্রলীগের এক পক্ষ চৌহাট্টা থেকে মিছিল নিয়ে রিকাবীবাজারের দিকে যাচ্ছিল। বাগবাড়ির শামীমাবাদ থেকে শাহীন আহমদের নেতৃত্ব মিছিল নিয়ে রিকাবীবাজারের দিকে আসা অপর পক্ষ রিকাবীবাজার এলাকায় মুখোমুখি হয়ে পড়লে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। দু’পক্ষের নেতাকর্মীরা একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন সময়ে উত্তেজিত নেতাকর্মীরা রিকাবীবাজারস্থ স্টেডিয়াম মার্কেটে টেইলার্স, ফার্মেসিসহ প্রায় ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করে। ঠাকুরগাঁও ॥ প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সোমবার বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ ঘটনা চলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে মিজান গ্রুপ বেলা ১২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে র‌্যালি বের করে। তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে সমাবেশ করে। এ সময় বলাকা সিনেমা হল এলাকা থেকে রনি গ্রুপ অপর একটি র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের আমতলা এলে মিজান গ্রুপের কর্মীরা তাদের ধাওয়া দেয় এবং এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে উপজেলা ছাত্রলীগ পাল্টাপাল্টি ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। নতুন এবং পুরনো কমিটি পৃথক পৃথকভাবে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। এতে এক পক্ষে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ ও অপর পক্ষে ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। এ নিয়ে উপজেলা ছাত্রলীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলা সদরে রসুনিয়া ইউপি চেয়ারম্যানের অফিসে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদের সভাপতিত্বে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। পরে একটি মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি উপজেলা মোড় থেকে গোয়ালবাড়ী মোড়ে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ। অপরদিকে ছাত্রলীগের অন্য গ্রুপ উপজেলার বিক্রমপুর কে.বি ডিগ্রী কলেজে পাল্টা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। প্রধান অতিথি ছিলেন এমপি সুকুমার রঞ্জন ঘোষ। বাউফল ॥ চীফ হুইপ আসম ফিরোজ ও মেয়র জিয়াউল হক জুয়েল সমর্থিত ছাত্রলীগ পাল্টাপাল্টিভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী পালন করেছে। উভয় গ্রুপ প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৯টায় নিজ নিজ দলীয় কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন ও কেক কেটে দিনের কর্মসূচী শুরু করেন। বেলা ১১টায় দিকে ছাত্রলীগ মেয়র গ্রুপের হাসান-জামশেদের নেতৃত্বে শহরে এক আনন্দ র‌্যালি বের করে।
×