ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রহমান রাজাকারের ছেলে বঙ্গবন্ধু পুরস্কারের জন্য মনোনীত ॥ ক্ষোভ

প্রকাশিত: ০৫:৪৪, ৫ জানুয়ারি ২০১৬

রহমান রাজাকারের ছেলে বঙ্গবন্ধু পুরস্কারের জন্য মনোনীত ॥ ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৪ জানুয়ারি ॥ কুখ্যাত যুদ্ধাপরাধী রহমান রাজাকারের ছেলে রেজাউর রহমানকে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার প্রাপ্তির জন্য মনোনীত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি পরিষদের ব্যানারে স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ারে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়। মুক্তিযুদ্ধ স্মৃতি পরিষদের সদস্য সচিব এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সুফিয়ান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি চিত্তরঞ্জন দাস, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, উদীচীর সভাপতি বিজয় সেন রায়, সাংবাদিক শামস শামিম, পৌর কাউন্সিলর শেলী চৌহান ময়না, দিপল ভট্টাচার্য্য, তারেক চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, সুনামগঞ্জের তৎকালীন মহুকমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহীদ তালেব উদ্দিনকে নির্যাতন করে হত্যকারী মখলিছুর রহমান ওরফে ‘রহমান’ রাজাকার। যার মাধ্যমে আরও অনেক মুক্তিযুদ্ধা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছেন। যার এক সন্তান তৎকালীন আলবদর বাহিনীর নেতা ছিল এবং অন্য সন্তানরা এখনও গর্ব করে বলে আমার বাবা ভারতের দালালী করেননি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পূর্ব পাকিস্তানের পক্ষে ছিল। সেই কুখ্যাত যুদ্ধাপরাধী রহমান দালালের ছেলে রেজাউর রহমানকে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার দেয়া জাতির জন্য অপমানের নয় শুধু- চরম লজ্জারও বটে। এদিকে মুক্তিযোদ্ধা শহীদ তালেব হত্যার অন্যতম সহযোগী ও চিহ্নিত রাজাকার রহমান মিয়ার ছেলে রেজাউর রহমানকে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার-২০১৫-এর জন্য মনোনীত করায় ক্ষোভ জানিয়েছে সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ। রক্তাক্ত ছেলেকে দেখে মারা গেলেন বাবা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রতিপক্ষের হামলায় জখম ছেলের রক্ত দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন আব্দুল হান্নান (৬০)। সোমবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার বাগহাটা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়।
×