ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টানা চারবার কাউন্সিলর হলেন ইদু

প্রকাশিত: ০৫:৪২, ৫ জানুয়ারি ২০১৬

টানা চারবার কাউন্সিলর হলেন ইদু

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৪ জানুয়ারি ॥ কিশোরগঞ্জ সদরে প্রথম শ্রেণীর পৌরসভায় ইসমাইল হোসেন ইদু ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে টানা চারবার ভোটযুদ্ধে নির্বাচিত হয়ে অনন্য নজির স্থাপন করেছেন। তাঁর এ অসামান্য কীর্তিতে ওই ওয়ার্ডের নারী-পুরুষ নির্বিশেষে সাধারণ ভোটাররাও আনন্দিত। বর্তমান সময়ে কোন প্রার্থীর যেখানে অঢেল অর্থ, পরিবারের যশ-খ্যাতি, রাজনৈতিক ও পেশীশক্তির আনুকূল্য অপরিহার্য, সেখানে তিনি নিজে বা তাঁর পরিবারের কেউ বিত্তবান না হয়েও বিএনপির সমর্থক এই প্রার্থী ভোটযুদ্ধে জয়ী হয়েছেন। ১৯৯৮ সালে প্রথম তিনি কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেন। নিজের সামর্থ্য না থাকায় ওই সময় জনগণই তাঁর নির্বাচনের সকল দায়িত্ব কাঁধে তুলে নেয়। ফলে জনগণের অপরিসীম ভালবাসায় প্রথমবারই বিপুল ভোটে নির্বাচিত হন। এরপর সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় ২০০৩ ও ২০১০ সালেও তিনি বিপুল ভোটে পুনর্নির্বাচিত হন। ২০১০ সালে জয়লাভের পর কর্মদক্ষতার কারণে তিনি প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেন। এই মেয়াদে শারীরিক অসুস্থতার কারণে মেয়র প্রায়ই অনুপস্থিত থাকায় বেশিরভাগ সময়ই তিনি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ৩০ ডিসেম্বর নির্বাচনেও প্রতিপক্ষ প্রার্থী বিপুল পরিমাণ টাকা ব্যয় করলেও শুধু জনগণের অকুণ্ঠ সমর্থনে ইসমাইল হোসেন ইদুর বিজয়যাত্রা অব্যাহত থাকে। বাউল উৎসব নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৪ জানুয়ারি ॥ বাউল উৎসব সোমবার শহরের দোয়ারপাড় কোকিলকুঞ্জ প্রাঙ্গণে শেষ হয়েছে। বিশিষ্ট লালন গবেষক ফকির মনোরঞ্জন সাইজির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার ছেলে অধ্যক্ষ তপন কুমার বসু এ অনুষ্ঠানের আয়োজন করেন। উৎসবে মাগুরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, মেহেরপুর, ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে চার শতাধিক বাউল সাধক ও শিল্পী অংশ নেন। মাদকবিরোধী র‌্যালি নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৪ জানুয়ারি ॥ ‘মাদকবিরোধী অভিযান ও প্রচার মাস’ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে সোমবার কুমিল্লা টাউনহল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মোঃ মানজুরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল।
×