ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছিনতাইকৃত দেড় কোটি টাকার তৈরি পোশাক রূপগঞ্জে উদ্ধার

প্রকাশিত: ০৫:৪১, ৫ জানুয়ারি ২০১৬

ছিনতাইকৃত দেড় কোটি টাকার তৈরি পোশাক রূপগঞ্জে উদ্ধার

সংবাদাদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ৪ জানুয়ারি ॥ ঢাকা-চট্টগ্রাম মহসড়কের টিপরদী এলাকা থেকে ছিনতাইকৃত দেড়কোটি টাকা মূল্যের তৈরি পোশাক রূপগঞ্জ তারাবো পৌরসভা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। কাভার্ডভ্যান ও সোনা মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় এ/পি টেক্স টাউন লিমিটেডের সিনিয়র হিসাবরক্ষক তাছলিম উদ্দিন চৌধুরী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানায়, ২৩ ডিসেম্বর রাতে আশুলিয়া রাঙ্গামাটিয়া দেওয়ান ইদ্রিস রোড এলাকার এপি টেক্স টাউন লিমিটেড থেকে দেড় কোটি টাকা মূল্যের বেবী বডি গেঞ্জি ভর্তি কাভার্ডভ্যান ( ঢাকা-মেট্রো-ট ১১-৮৬৩৬) চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেয়। পরে ওই রাতেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিপরদী এলাকায় পিপাসা পেট্রোলপাম্প এলাকায় ডাকাতরা চালক লিটন হোসেন ও তার সহযোগী সোহাগকে পিটিয়ে আহত করে মালভর্তি কাভার্ডভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় পরের দিন সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন কোম্পানির সিনিয়র হিসাবরক্ষক। রবিবার সন্ধ্যায় থানা পুলিশ অভিযান চালিয়ে রূপগঞ্জ তারাবো পৌরসভা এলাকায় অবস্থিত পারভীন কটন এ্যান্ড ইয়ান ট্রেডিং কোম্পানি ভেতর থেকে ৭০৭টি কার্টন ভর্তি মালামাল উদ্ধার করে। এ সময় ছিনতাইকৃত কাভার্ডভ্যানসহ ওই প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরীকে আটক করা হয়। পৌর নির্বাচনের ফল বাতিল দাবিতে সড়ক অবরোধ নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৪ জানুয়ারি ॥ পৌর নির্বাচনে মেয়র পদের ফল বাতিল দাবিতে তৃতীয় দিনের মতো রবিবার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-পাবনা সড়কের গোল চত্বরে অবরোধ করেছে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী রকিব হাসান টিপু ও তার নেতাকর্মীরা। সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগ এনে বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচী ৩ দিন ধরে পালন করছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়ায় ঢাকা, সিরাজগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে আসা বিপুলসংখ্যক বাস ট্রাকের দাঁড়ানোয় টার্মিনাল এলাকায় বিশাল যানযটের সৃষ্টি হয়। খ- খ- মিছিল করে অবরোধকারীরা টার্মিনাল এলাকায় অবস্থান করলে আতঙ্কে এলাকার সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। এ সময় সমাবেশের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়। নৌকা প্রতীকের প্রার্থী রকিব হাসান টিপু জানান, পাবনা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচনে সঙ্গে সংশ্লিষ্টদের অপসারণ এবং সদ্য সমাপ্ত নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন না দেয়া পর্যন্ত তাদের কর্মসূচী অব্যাহত থাকবে।
×