ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

বাংলাদেশ জাতীয় দল যশোরে

প্রকাশিত: ০৫:৩৯, ৫ জানুয়ারি ২০১৬

বাংলাদেশ জাতীয় দল যশোরে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের চারদিন আগেই যশোরে এসে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সোমবার সন্ধ্যায় দলটি যশোরে পৌঁছায়। যশোরে পৌঁছেই ভাল খেলার এবং ফাইনালে উঠে শিরোপা জেতার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক। আগামী ৮ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠবে যশোরে। এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচ ছাড়াও আরও তিন ম্যাচ আয়োজনের জন্য যশোর শামস-উল হুদা স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। টুর্নামেন্টে অংশ নেয়ার লক্ষে ইতোমধ্যে বাংলাদেশ জাতীয় দল যশোরে এসে পৌঁছেছে। যশোর জেলা ফুটবল এ্যাসোসিয়েশন জানিয়েছে, ৮ জানুয়ারি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ম্যাচ ছাড়াও ৯ জানুয়ারি মালয়েশিয়া ও নেপাল, ১০ জানুয়ারি বাংলাদেশ অনুর্ধ ২৩ ও বাহরাইন এবং ১১ জানুয়ারি মালদ্বীপ ও কম্বোডিয়ার মধ্যকার ম্যাচ যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টে প্রচুর দর্শক সাড়া পাওয়া যাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জন্য যশোর শামস-উল হুদা স্টেডিয়াম প্রস্তুত করতে চলছে ব্যাপক তোরজোর। মাঠের মাপজোক, মাঠ তৈরি, নিরাপত্তা বেষ্টনী, গ্যালারি ঘঁষা-মাজা ও রঙের কাজ চলছে পুরোদমে। এর আগে ২০১৪ সালের ২৪ অক্টোবর যশোরে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ। সেই ম্যাচে দর্শকদের বিপুল সাড়ার কারণে এবার বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ভেন্যু করা হয়েছে যশোরে। বাংলাদেশ-শ্রীলঙ্কার সেই ফুটবল ম্যাচের কথা তুলে ধরে যশোরের ক্রীড়ামোদি দর্শকরা এবারও আশায় বুক বেঁধেছেন ফুটবলের আন্তর্জাতিক মানের ক্রীড়াশৈলী উপভোগের জন্য। দর্শকদের পাশাপাশি যশোরের ক্রীড়া সংগঠকরাও এই টুর্নামেন্টকে ঘিরে আশায় বুক বাঁধছেন। তাদের প্রত্যাশা এই টুর্নামেন্টকে ঘিরে ফুটবল উন্মাদনা তৈরি হবে, আর নতুন প্রজন্মের খেলোয়াড়রা উদ্বুদ্ধ হবে ফুটবলের প্রতি, সৃষ্টি হবে নতুন নতুন খেলোয়াড়। এমন প্রত্যাশার পাশাপাশি ম্যাচগুলো আয়োজনের জন্য প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলেছে বলে জানিয়েছেন যশোর জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠু। বিজয় দিবস টেনিস স্পোর্টস রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় রমনায় অবস্থিত জাতীয় টেনিস কমপ্লেক্সে আগামী ৯-১৫ জানুয়ারি পর্যন্ত ‘বিজয় দিবস জাতীয় টেনিস প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত, বালক একক ১৬ বছর, বালক/বালিকা ১৪ বছর, বালক বালিকা ১২ বছরসহ মিনি টেনিস অনুর্ধ ১০ বছর ও অনুর্ধ ৮ বছরের ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে। পুরুষ ও মহিলা ইভেন্টে এক লাখ আঠার হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হবে। আগ্রহী খেলোয়াড়দের আগামী ৭ জানুয়ারির মধ্যে জাতীয় টেনিস কমপ্লেক্সে নাম এন্ট্রি করতে হবে। ৯ জানুয়ারি সকাল ৮টায় খেলোয়াড়দের সাইন-ইন অনুষ্ঠিত হবে।
×